কনিষ্ঠতম নারী হিসেবে ইতিহাস গড়লেন এই টেনিস তারকা

কনিষ্ঠতম নারী হিসেবে ইতিহাস গড়লেন এই টেনিস তারকা

নিজস্ব প্রতিবেদক

মার্কিন তারকা সোফিয়া কেনিনকে হতবাক করে দিয়ে ক্যারিয়ারে প্রথমবারের মতো গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে উঠেই শিরোপা জিতে নিয়েছেন ইগা শিয়াওতেক। ১৯ বছর বয়সী এই তরুনির হাত ধরেই ইতিহাসে প্রথমবারের শিরোপার স্বাদ পেলো পোলান্ড।  

রোলাঁ গারোঁয় শিরোপা লড়াইয়ে  ৮১ বছরের ইতিহাসে প্রথমবারের মত কোন পোলিশ নারী হিসেবে, সোফিয়া কেনিনের বিপক্ষে কোর্টে নেমেছিলেন শিয়াওতেক।   প্রথমবারের মতো গ্র্যান্ড স্ল্যাম ফাইনালের মঞ্চে তেমন একটা স্নায়ুচাপে ভুগতে দেখা যায়নি শিয়াওতেককে।


আরও পড়ুন: ব্যাটিং ব্যর্থতায় আবারও হারল ধোনির চেন্নাই


দুর্দান্ত ব্যাকহ্যান্ড-ফোরহ্যান্ডের প্রদর্শনীতে ৬-৪ গেমে প্রথম সেট জিতে নেন এই পোলিশ তরুনি। দ্বিতীয় সেটে তার সামনে দাঁড়াতেই পারেন নি কেনিন। ৬-১ গেমে দ্বিতীয় সেট জিতে ফ্রেঞ্চ ওপেনের ইতিহাসে র‌্যাঙ্কিংয়ের সবচেয়ে পেছনের সারির খেলোয়াড় হিসেবে শিরোপা জিতে নেন শিয়াওতেক।   পাশাপাশি, ক্লে কোর্টে ১৯৯২ সালে মনিকা সেলেসের পর সবচেয়ে কমবয়সী নারী হিসেবে শিরোপা জিতলেন শিয়াওতেক।

news24bd.tv সুরুজ আহমেদ