গার্মেন্ট কর্মীকে দলবেঁধে ধর্ষণের মামলায় ২ জনের যাবজ্জীবন

গার্মেন্ট কর্মীকে দলবেঁধে ধর্ষণের মামলায় ২ জনের যাবজ্জীবন

অনলাইন ডেস্ক

রাজধানীর আদাবরে তিন বছর আগে এক গার্মেন্ট কর্মীকে দলবেঁধে ধর্ষণের মামলায় দুজনের যাবজ্জীবন কারাদণ্ড

এছাড়া কারাদণ্ডের পাশাপাশি তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে ৬ মাস কারাগারে থাকার আদেশ দেন।

রবিবার (১১ অক্টোবর) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৫ এর বিচারক সামছুন্নাহার এ রায় ঘোষণা করেন।

এদিকে, মামলার পলাতক দুই আসামি আকাশ ওরফে মোসলেম এবং আনোয়ার বয়াতীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালায় দেয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলেন- সজীব ঢালী এবং আবু হাসান ওরফে সাঈদ।

রায় ঘোষণার সময় তারা আদালতে উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আলী আসগর স্বপন বলেন, মামলার চার আসামির মধ্যে দুই জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও দুই জনকে খালাস দিয়েছেন। তবে চার আসামির যাবজ্জীবন হলে আমরা খুশি হতাম।

আরও পড়ুন: উধাও হচ্ছে করোনা: সমর্থকদের উদ্দেশে ট্রাম্প

উল্লেখ্য, ২০১৭ সালের ২০ জানুয়ারি রাত সাড়ে ৮টার দিকে আদাবর থানাধীন শান্তা ওয়েস্টার হাউজিং ও আজিম গার্মেন্টসের ফাঁকা মাঠে নিয়ে তাকে ধর্ষণ করে।

পরে ঘটনার পরদিন ভুক্তভোগীর মা আদাবর থানায় মামলাটি দায়ের করেন। মামলাটি তদন্ত করে চারজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন পুলিশ পরিদর্শক ইসমত আরা এমি।

news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর