পায়ুপথ দিয়ে বেড়িয়ে এল ৫৭ ভরি সোনা

পায়ুপথ দিয়ে বেড়িয়ে এল ৫৭ ভরি সোনা

জামান আখতার, চুয়াডাঙ্গা

পায়ুপথে সোনার বার নিয়ে পাচারকালে বিজিবির হাতে আটক হয়েছে কলিম উদ্দিন (৩৮) নামের এক ব্যক্তি। রোববার সকালে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কুতুবপুর গ্রাম থেকে ৫৭ ভরি পাঁচ আনা সোনার বারসহ তাকে আটক করেছে বিজিবি।

উদ্ধার সোনার মূল্য ৩৯ লাখ ৫৪ হাজার ৫৬২ টাকা। আটক কলিম উদ্দিন একই উপজেলা পীরপুরকুল্লা গ্রামের মৃত পাথন আলীর ছেলে।

চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল মোহাম্মদ খালেকুজ্জামান জানান, অভিযুক্ত কলিম উদ্দিন বিশেষ কায়দায় নিজের পায়ুপথে (মলদ্বারে) ছয়টি সোনার বার নিয়ে সীমান্ত এলাকায় অবস্থান করছিল। গোপন সূত্রে খবর পেয়ে বিজিবি তাকে আটক করে। পরে তার পায়ুপথ থেকে সোনার বারগুলো উদ্ধার করা হয়।

৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক আরো জানান, অভিযুক্ত কলিম উদ্দিনকে আসামি করে দামুড়হুদা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর