এইচএসসি: ফরম পূরণের টাকা কি ফেরত পাবেন শিক্ষার্থীরা? (ভিডিও)

সজল দাস

বাতিল হয়েছে এ বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা। কিন্তু ফরম পূরণের টাকা কি ফেরত পাবেন পরীক্ষার্থীরা? এই প্রশ্ন এখন অভিভাবকদের। বোর্ড চেয়ারম্যানরা বলছেন, আগেই পরীক্ষার সব প্রস্তুতি সম্পন্ন করেছিল বোর্ডগুলো। যে কারণে ফি ফেরতের সম্ভাবনা নেই।

করোনা প্রেক্ষাপটে ছয়মাস অপেক্ষার পর গত বুধবার এইচএসসি পরীক্ষার বিষয়ে এই ঘোষণা আসে সরকারের পক্ষ থেকে। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির এই বক্তব্যের পর, পরীক্ষার ফরম পূরণের টাকা ফেরতের দাবি করেছেন অনেক অভিভাবক।
 
তবে, বোর্ড প্রধানরা বলছেন, পরীক্ষা ও পরীক্ষা পরবর্তী সমস্ত প্রস্তুতি সম্পন্ন হওয়ায় অর্থ ফেরত দেয়ার কোনো সুযোগ নেই। যশোর ও চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বলছেন, পরীক্ষা না হলেও সকল প্রস্তুতি তো সম্পন্ন ছিলো।

এতে করে টাকাগুলো তো প্রস্তুতিতেই শেষ হয়েছে। তাই টাকা ফেরত দেওয়ার প্রশ্নই আসে না।


আরও পড়ুন: আইএমডিবির সর্বোচ্চ রেটিংয়ে ‌আয়নাবাজি (ভিডিও)


তবে তারা আরো বলেন, আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের পরবর্তী বৈঠকে এ বিষয়ে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। বৈঠকের সিন্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত।

শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এইচএসসির ফরম পূরণের জন্য এবছর কেন্দ্র ফি সহ বিজ্ঞানের শিক্ষার্থীদের ২৫০০ টাকা এবং মানবিক ও বাণিজ্য শাখার শিক্ষার্থীদের ১৯৪০ টাকা পরিশোধ করতে হয়।

news24bd.tv সুরুজ আহমেদ