নারায়ণগঞ্জ সাংবাদিক খুন: ৮ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

নারায়ণগঞ্জ সাংবাদিক খুন: ৮ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

দিলীপ কুমার মন্ডল, নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ বন্দরে স্থানীয় পত্রিকার সাংবাদিক মো. ইলিয়াসকে হত্যার ঘটনায় ৮ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। এরই মধ্যে পুলিশ গ্রেপ্তার করেছেন এজাহারভুক্ত ৩ আসামিকে।

সোমবার সকালে বন্দর থানায় সাংবাদিক ইলিয়াসের স্ত্রী জুলেখা বেগম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে ৩ আসামিকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন, তুষার (২৮), মিনা (৬০) ও মিসির আলী (৫৩)।

মামলায় অন্য আসামিরা হল, হাসনাত আহমেদ তুর্জয় (২৪), মাসুদ (৩৬), সাগর (২৬), পাভেল (২৫) ও হজরত আলী (৫০)। তাদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।


আরও পড়ুন: মহানবী (সা.) কে কটূক্তি: যবিপ্রবির এক শিক্ষার্থী সাময়িক বহিষ্কার


এর আগে ১১ অক্টোবর রাত ৯টার দিকে বন্দরের কলাগাছিয়া ইউনিয়নের জিওধারা চৌরাস্তায় ছুরিকাঘাত করে হত্যা করা হয় সাংবাদিক ইলিয়াসকে৷ নিহত ইলিয়াস হোসেন (৪৫) দৈনিক বিজয় পত্রিকায় নিজস্ব সংবাদদাতা হিসেবে কাজ করতেন।

তিনি বন্দর উপজেলার জিওধারা চৌরাস্তা এলাকার মজিবর মিয়ার ছেলে।

এ বিষয়ে বন্দর থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম বলেন, হত্যা মামলায় ৮ জনকে আসামি করা হয়েছে৷ তাদের মধ্যে ৩ জন গ্রেপ্তার করা হয়েছে এবং বাকিরা পলাতক রয়েছে৷ অবৈধ সংযোগের বিষয় নিয়ে বিরোধের একটি বিষয় প্রাথমিকভাবে জানা গেছে। গ্রেপ্তার আসামিদের জিজ্ঞাসাবাদ ও বিস্তারিত তদন্তের পর হত্যার মূল কারণ জানা যাবে।

news24bd.tv সুরুজ আহমেদ