খুবিতে প্রথম নারী প্রো-ভাইস চ্যান্সেলর ড. হোসনে আরা

খুবিতে প্রথম নারী প্রো-ভাইস চ্যান্সেলর ড. হোসনে আরা

নিজস্ব প্রতিবেদক,খুলনা

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ইতিহাসে প্রথম নারী প্রো-ভাইস চ্যান্সেলর নিযুক্ত হয়েছেন প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা।

তিনি বিশ্ববিদ্যালয়ের রসায়ন ডিসিপ্লিনে কর্মরত রয়েছেন। সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার সিনিয়র সহকারী সচিব নীলিমা আফরোজ স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

নবনিযুক্ত প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা গতকাল সকালে এ পদে যোগদানের মাধ্যমে দায়িত্বভার গ্রহণ করেছেন।

ফলে দীর্ঘ ৮ বছর ৯ মাস পর এ পদটি পূরণ হলো।
এদিকে প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা দায়িত্বভার গ্রহণ করায় তাকে শুভেচ্ছা জানিয়েছেন।

আরও পড়ুন: বগুড়ায় বৈজ্ঞানিক কর্মকর্তারা উদ্ভাবন করেছেন পেঁয়াজের পাউডার
বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান, ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ, রেজিস্ট্রার প্রফেসর খান গোলাম কুদ্দুস, ড. মো. রায়হান আলী, শিক্ষক সমিতির পক্ষে সহসভাপতি প্রফেসর শরীফ হাসান লিমন, অফিসার্স কল্যাণ পরিষদের সভাপতি মুজিবুর রহমান তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর