ঢাবি শিক্ষার্থী ধর্ষণ: ছাত্র অধিকার পরিষদের ২ নেতা রিমান্ডে

ঢাবি শিক্ষার্থী ধর্ষণ: ছাত্র অধিকার পরিষদের ২ নেতা রিমান্ডে

আলী তালুকদার

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ছাত্র অধিকার পরিষদের দুই নেতাকে রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

এই ঘটনায় ভিপি নূরসহ বাকীদেরও আইনের আওতায় না আনা পর্যন্ত অনশন চলবে বলে জানিয়েছেন ওই শিক্ষার্থী। তবে গ্রেপ্তারের প্রতিবাদও হয়েছে।

ধর্ষণের অভিযোগে ভিপি নূরসহ ছয়জনকে অভিযুক্ত করে গত ২০ সেপ্টেম্বর রাজধানীর লালবাগ থানায় মামলা করেন ভুক্তভোগী ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী।

পরদিন অর্থাৎ ২১ সেপ্টেম্বর পরস্পর যোগসাজশে অপহরণ করে ধর্ষণ, ধর্ষণে সহায়তা এবং হেয়প্রতিপন্ন করে ডিজিটাল মাধ্যমে অপপ্রচার করার অভিযোগ একই ব্যক্তিদের আসামি করে কোতোয়ালি থানায় আরেকটি মামলা করেন ওই ছাত্রী।

এ ঘটনায় রোববার রাতে গোয়েন্দা পুলিশ আটক করে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহবায়ক সাইফুল ও সংগঠনটির ঢাবি শাখার সহসভাপতি নাজমুলকে।

উপ পুলিশ কমিশনার ওয়ালিদ হাসান এ তথ্য জানিয়েছেন। জিজ্ঞাসাবাদের জন্য এদেরকে নেওয়া হয়েছে দুই দিনের রিমান্ডে।

ধর্ষণের সহযোগিতায় ডাকসুর সাবেক ভিপি নুরসহ বাকীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত অনশন করার কথা জানিয়েছেন ভুক্তভোগী শিক্ষার্থী।

আরও পড়ুন: বিধবাকে গণধর্ষণ: প্রধান আসামি ৫ দিনের রিমান্ডে

এদিকে, এই ধর্ষণের ঘটনায় দুই শিক্ষার্থীকে আটকের প্রতিবাদে শাহবাগে আন্দোলন করে ছাত্র অধিকারের নেতাকর্মী ও তাদের পরিবারের সদস্যরা।

শিক্ষার্থী ধর্ষণের মামলায় ভিপি নুরকে আসামি করা হলেও ছাত্র অধিকার পরিষদের তদন্ত কমিটির দাবি, অভিযুক্তরা ধর্ষণে জড়িত নয়।

news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর