সৌদিতে এক্সিট রি-এন্ট্রি’ ভিসার মেয়াদ এখনো বাড়ায়নি দূতাবাস

সৌদিতে এক্সিট রি-এন্ট্রি’ ভিসার মেয়াদ এখনো বাড়ায়নি দূতাবাস

নিজস্ব প্রতিবেদক

সৌদি আরবে ‘এক্সিট রি-এন্ট্রি’ ভিসার মেয়াদ এখনো বাড়ায়নি দূতাবাস। ছুটিতে থাকা সৌদিআরব প্রবাসীদের এক্সিট রিএন্ট্রি ভিসার মেয়াদ বাড়ানোর জন্য যারা আবেদন করেছিলেন, সেই পাসপোর্টগুলো ফেরত দিয়ে দিয়েছে দূতাবাস।

সোমবার সকালে ভিসার মেয়াদ না বাড়িয়েই পাসপোর্টগুলো সংশ্লিষ্ট এজেন্সি বা ভিসা সার্ভিস সেন্টারের কাছে ফেরত দেয়া হয়। ভিসা সার্ভিস সেন্টার থেকে জানানো হয়েছে, মেয়াদ উত্তীর্ণ হওয়াদের প্রতি মাসে জন্য ২ হাজার ৬০০ টাকা করে জরিমানা বা ফি দিতে হবে।

সাধারণ ফি ৩ হাজার ৯০০ টাকার সাথে এই জরিমানা সহ মঙ্গলবার আবারো পাসপোর্ট জমা দিতে হবে দূতাবাসে। সংশ্লিষ্ট আরেকটি সূত্র জানিয়েছে, এই প্রক্রিয়ার ফলেও মেয়াদ বৃদ্ধির বিষয়টি নিশ্চিত করে বলা যাচ্ছে না। কারণ দূতাবাস প্রায়শই নিয়ম পরিবর্তন করে থাকে।

news24bd.tv সুরুজ আহমেদ