গাইবান্ধায় কয়েক দফা বন্যায় কৃষির ব্যাপক ক্ষতি

গাইবান্ধায় কয়েক দফা বন্যায় কৃষির ব্যাপক ক্ষতি

সাইফুল ইসলাম ,গাইবান্ধা

কয়েক হাজার হেক্টর রোপা আমন ধান, শাকসবজি, ডাল সহ বিভিন্ন ফসল তলিয়ে যাওয়ায় দিশেহারা কৃষক । বানের পানিতে ভেসে গেছে আড়াই’শর বেশি মাছের ঘের । এতে কয়েক কোটি টাকার লোকসানের চিন্তায় মৎস্যচাষীরা ।  

দফায় দফায় বন্যায় কৃষি ও মৎস্য খাতের ক্ষতিতে বিপাকে পরেছে  গাইবান্ধার কৃষক ও মৎস্য চাষিরা ।

কৃষি বিভাগের তথ্য মতে, শুধু পঞ্চম দফা বন্যায় গোবিন্দগঞ্জ উপজেলাতেই ক্ষতি হয়েছে সাড়ে পাঁচ হাজার হেক্টর জমির রোপা আমন ধান, আড়াইশ হেক্টর জমির শাকসবজি ও ডাল।

 আর সুন্দরগঞ্জ উপজেলার  ১৫৫০ হেক্টর জমির আমন ধান এবং ১০০ হেক্টর জমির শাকসব্জির ক্ষতি হয়েছে । কষ্ট ফলানো সোনার ফসল হারিয়ে দিশেহারা এ অঞ্চলের কৃষক ।

মৎস্য বিভাগের তথ্য মতে, বানের পানিতে ভেসে গেছে  আড়াই’শর বেশি ২৫০টি মৎস্য ঘের ।

এতে কোটি টাকা লোকসানের আশঙ্কায় মৎস্য চাষীরা । ক্ষতি পুষিয়ে নিতে সরকারী সহায়তা চান তারা ।   

ক্ষতিগ্রস্ত কৃষক ও মৎস্য চাষীদের বিনামূল্য সার, বীজসহ সব ধরণের সহায়তা করা হবে বলে জানালেন 
 মো: মাসুদুর রহমান, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, গাইবান্ধা।

কৃষি বিভাগের তথ্য মতে, শুধু পঞ্চম দফা বন্যায় ক্ষতি হয়েছে গাইবান্ধা জেলায় ১৫ হাজার হেক্টর রোপা আমন ধান, ৫৫০ হেক্টর শাকসবজি, ১৮০ হেক্টর জমির মাস কালাই ।

news24bd.tv তুষার

সম্পর্কিত খবর