অনন্ত জলিলের ওপর ক্ষোভ দেখানো সহজ, বড় অপরাধীর বিরুদ্ধে নেই কেন?

অনন্ত জলিলের ওপর ক্ষোভ দেখানো সহজ, বড় অপরাধীর বিরুদ্ধে নেই কেন?

আসিফ নজরুল

অনন্ত জলিলের উপর এতো ক্ষোভ!

অনন্ত জলিলের প্রতি এতো ক্ষোভ কেন কিছু মানুষের?

কারণ তারা অনন্ত জলিলরে আহমদ ছফা বা চমস্কি মনে করেছিল!

উপরের উত্তরটা দিয়েছেন ঢাবি'র অধ্যাপক ফেরদৌস আনাম। ফেসবুকে তার এ বাক্যটি আমাকে বিনোদিত করেছে। অনন্ত জলিলের উপর কারো কারো ঝাঁপিয়ে পড়ার রিখটার স্কেল দেখে আমারও অবাক লেগেছিল।

প্রথমে বলে নেই, ধর্ষণের কারণ নিয়ে অনন্ত জলিলের বক্তব্যটি নিন্দনীয় ছিল।

তার বক্তব্যে ক্ষোভ দেখানো যেতে পারে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, যে ক্ষোভ তার বিরুদ্ধে দেখানো হচ্ছে সেটা আরো অনেক বড় অপরাধীদের (ধর্ষকদের নির্মাতা আর পালনকর্তাদের) বিরুদ্ধে দেখানো হয় না কেন? তাদের তো নামটা নেওয়ার সাহস থাকে না অনেকের । বরং তাদের তোয়াজ করেন কেউ কেউ।

উদাহরণ দেই।

যে ধর্ষক দেলোয়ারকে জনতা ধরিয়ে দেওয়ার পরও পুলিশ গ্রেপ্তার করেনি সে পুলিশের হর্তাকর্তাদের সাথে হাসিমুখে ছবি পোস্ট করেন কেউ কেউ। ভোটকেন্দ্র দখল করে ধর্ষক দেলোয়ার যে শতভাগ ভূয়া নির্বাচনের ফুট সোলজার হয়েছিল, সে নির্বাচনের শিরোমনিদের মাথায় তুলে নাচেন অনেকে।
 
আসিফ নজরুল, রাজনৈতিক বিশ্লেষক

news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর