একা একটি মেয়ে প্রতিবাদ করল, আপনারা তাকে দেখলেন না

একা একটি মেয়ে প্রতিবাদ করল, আপনারা তাকে দেখলেন না

সাদিয়া নাসরিন

আপনারা যারা বেগমগঞ্জ গেলেন নির্যাতনের শিকার নারীটিকে দেখতে, তাঁর কথা শুনতে, সহমর্মিতা প্রকাশ করতে, সেইটাতো চমৎকার একটা কাজ হইসে নিঃসন্দেহে। কিন্তু এই চমৎকার কাজটির টিআরপির মোহে আপনারা দেখলেনও না যে, ‘ঘর হইতে দুই পা ফেলিয়া’ আপনাদের নাকের ডগায় রাজু ভাষ্কর্যে ফাতেমা বিথি নামের ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি মেয়ে একা অনশনে বসেছিল তার প্রতি ঘটা ধর্ষণের অভিযুক্তদের বিচারের দাবিতে।

আপনারা উঁকি দিয়েও মেয়েটিকে দেখেননাই। একটা কথাও বলেননাই মেয়েটির পক্ষে।

মেয়েটি একাই কোর্টে গেলো, একাই এই নুরা গং এর মর্দামী ফেইস করলো, একাই অনশন করলো, অসুস্থ হয়ে হাসপাতালে গেলো, সুস্থ হয়ে একাই আবার তার দাবী নিয়ে রাজু ভাষ্কর্যে বসে গেলো। আপনাদের সিলেকটিভ প্রতিবাদের প্রায়োরিটিতে ফাতেমা বিথী নাই।  

আপনাদের এইসব উন্নাসিকতার সুযোগে আপনাদের পালিতপুত্র নুরা, যে কিনা নিজেও ধর্ষণ সহযোগী হিসেবে এই মামলার একজন আসামী, সে মেয়েটিকে গতকাল “দুশ্চরিত্রহীন” বলে ঘোষণা দিয়া দিসে। আপনারাও নিশ্চয়ই নুরার সাথে একমত হয়া বলবেন যে, এই “দুশ্চরিত্রহীন” মেয়ে “বিয়ের প্রলোভনে শুইয়া” এখন আসছে ধর্ষণ মামলা করতে!! কি, বলবেন না?

সাদিয়া নাসরিন, উন্নয়ন কর্মী।

(ফেইসবুক থেকে সংগৃহীত)

news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর