চাঁপাইনবাবগঞ্জের কানসাট জমিদার বাড়ি সংস্কারের অভাবে প্রায় ধ্বংসের মুখে

চাঁপাইনবাবগঞ্জের কানসাট জমিদার বাড়ি সংস্কারের অভাবে প্রায় ধ্বংসের মুখে

রফিকুল আলম,চাঁপাইনবাবগঞ্জ

সংস্কারের অভাবে প্রায় ধ্বংসের মুখে চাঁপাইনবাবগঞ্জের কানসাট জমিদার বাড়ি। এরইমধ্যে মূল ভবনের বেশ কিছু অংশ ভেঙ্গে পড়েছে। দেয়ালজুড়ে দেখা দিয়েছে ফাটল। সংশ্লিষ্টরা বলছেন, সংস্কার করা হলে জেলার অন্যতম দর্শনীয় স্থানে পরিনত হতে পারে ১৮ দশকের এই পুরাকীতিটি।

১৮৬৭ সালে শিবগঞ্জের কানসাটে বাড়িটি নির্মাণ করেন ময়মনসিংহের জমিদার সূর্য কান্ত। ২ দশমিক ২৪ একর জায়গার উপর স্থাপিত বাড়িতে কক্ষ ১৬টি। স্থানীয়দের কাছে এটি কানসাট রাজবাড়ি নামে পরিচিত।    

সূর্য কান্তের ছোট ছেলে শীতাংসু কান্ত সর্বশেষ এই বাড়ি থেকে জমিদারী পরিচালনা করেন।

দেশ ভাগের পর শীতাংসু কান্ত ভারত চলে গেলে তৎকালীন পাকিস্তান সরকার বাড়িটির মালিকানা নেয়। দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় থাকার পর ২০১৯ সালে বাড়িটি পুরার্কীতি হিসেবে সংরক্ষণ করে প্রত্নতত্ত্ব অধিদপ্তর।

 আরও পড়ুন: দিনাজপুরে আমন ধানে পোকার আক্রমণে দুশ্চিন্তায় কৃষকরা
সংরক্ষণ বা সংস্কারে কাগজে কলমে সীমাবদ্ধ সংস্থার কার্যক্রম। অযত্ন অবহেলায় জমিদার বাড়ির মূল ভবন এখন ধ্বংসের পথে। বাড়ির বেশ কিছু অংশ ভেঙ্গে পড়েছে। দেয়ালজুড়ে দেখা দিয়েছে ফাটল। চুরি গয়ে গেছে দরজা- জানালার কপাটসহ অনেক মূল্যবান জিনিসপত্র। কোন নিরাপত্তা রক্ষী না থাকায় সন্ধ্যায় মাদকের আখড়া পরিনত হয় ভবনটি।

 

প্রত্নতত্ত্বর বিভাগের সঙ্গে আলোচনা করে রাজবাড়ির সংস্কারে পদক্ষেপ নেয়া হবে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার।
 
প্রতি বছর আম মৌসুমে কানসাট জমিদার বাড়ির পাশে বসে জেলার সর্ববৃহৎ আম বাজার। তখন এখানে বিপুল দর্শনার্থীর সমাগম ঘটে। যথাযথ সংস্কার ও প্রচারণা করা গেলে জেলা অন্যতম পর্যটন কেন্দ্রে হিসেবে পরিচিতি পেতে পারে কানসাট রাজবাড়ি- এমনটাই প্রত্যাশা করেন স্থানীয়রা।

news24bd.tv তুষার

সম্পর্কিত খবর