অযন্ত্র অবহেলায় নষ্ট হচ্ছে বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আসবাবপত্র

অযন্ত্র অবহেলায় নষ্ট হচ্ছে বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আসবাবপত্র

মুন্সী মো. হোসাইন,গোপালগঞ্জ

গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোটি টাকার আসবাবপত্র অযন্ত্র অবহেলায় নষ্ট হচ্ছে। নির্মাণাধীন আবাসিক হলের জন্য কেনা সহস্রাধিক খাট ক্যম্পাসের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়েছে। রোদ- বৃষ্টিতে ভিজে বেশিরভাগ খাটই এখন ব্যবহারের উপযোগীতা হারিয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, স্টোরে জায়গার অভাবে এসব আসবাবপত্র সংরক্ষণ করা যাচ্ছে না।

সাবেক ভিসি অধ্যাপক ড. খোন্দকার নাসির উদ্দিনের সময়ে ২০১৭- ২০১৯ সালের মধ্যে বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন প্রকল্পের অধীনে প্রায় চার কোটি ৫০ লাখ টাকায় দুই হাজার ৬৭০ টি লোহার খাট কেনা হয়। গড়ে একেকটি খাটের মূল্য পড়েছে ১৬ হাজার ৭৮৯ টাকা।

নির্মানাধীণ আবাসিক হলে ব্যবহারের জন্য এসব খাট কেনা হয়েছিলো। এর মধ্যে এক হাজার ৮৭০ টি খাট বর্তমানে বিভিন্ন হলে ব্যবহার হচ্ছে।

জায়গার অভাবে বাকি ৮ শ খাট ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় খোলা আকাশের নিচে ফেলে রাখা হয়েছে। রোদ- বৃষ্টিতে ভিজে বেশিরভাগ খাটই ব্যবহারের উপযোগীতা হারিয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, পর্যাপ্ত স্টোর না থাকায় আসবাবপত্র গুলো সংরক্ষণ করা যাচ্ছে না।  

আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জের কানসাট জমিদার বাড়ি সংস্কারের অভাবে প্রায় ধ্বংসের মুখে

কোন পূর্বানুমান ছাড়াই এতোগুলো খাট কেনার পেছনে অনিয়ম বা দুর্নীতি হয়েছে কিনা তাও তদন্ত করা হবে বলে জানিয়েছে অধ্যাপক ড. এ.কিউ.এম মাহবুব, ভিসি সদ্য নিয়োগ পাওয়া এই ভিসি।  

news24bd.tv তুষার

সম্পর্কিত খবর