রশীদ হায়দারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

রশীদ হায়দারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

নিজস্ব প্রতিবেদক

একুশে পদকপ্রাপ্ত সাহিত্যিক, লেখক ও মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক রশীদ হায়দারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ দুপুরে এক শোকবার্তায় সরকার প্রধান বলেন, মহান মুক্তিযুদ্ধ নিয়ে গবেষণাকর্ম এবং বাংলা সাহিত্যে অবদানের জন্য রশীদ হায়দার স্মরণীয় হয়ে থাকবেন।

এর আগে আজ সকালে ছোট মেয়ে শাওন্তি হায়দারের বাসায় রশীদ হায়দার মারা যান। তার বয়স হয়েছিল ৭৯ বছর।

বেশ কিছু দিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। দেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ সালে বাংলা একাডেমিতে চাকরি নেন তিনি।

১৯৯৯ সালে বাংলা একাডেমির পরিচালক হিসেবে অবসরে যাওয়ার পর নজরুল ইন্সটিটিউটের নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। গল্প, উপন্যাস, নাটক, অনুবাদ, নিবন্ধ, স্মৃতিকথা ও সম্পাদিত গ্রন্থ মিলিয়ে রশীদ হায়দারের প্রকাশিত বইয়ের সংখ্যা ৭০ এর বেশি।

মুক্তিযুদ্ধ গবেষক হিসেবে তার সবচেয়ে বড় কাজ ১৩ খন্ডে ‘স্মৃতি ১৯৭১। সাহিত্যে অবদানের জন্য বাংলা একাডেমি পুরস্কার, একুশে পদক সহ নানা পুরস্কার পেয়েছেন রশীদ হায়দার।

news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর