যশোরে ভৈরব নদ দখলকারীদের দৌরাত্ব বেড়েই চলেছে

যশোরে ভৈরব নদ দখলকারীদের দৌরাত্ব বেড়েই চলেছে

রিপন হোসেন,যশোর

যশোরের নওয়াপাড়ার ব্যবসা- বাণিজ্যের প্রাণকেন্দ্র ভৈরব নদ দখলকারীদের দৌরাত্ব বেড়েই চলেছে। নদের রাজঘাট থেকে চেঙ্গুটিয়া এলাকার বিভিন্ন অংশ দখল করে নির্মাণ করা হয়েছে জেটি, গোডাউনসহ পাকা সব স্থাপনা। এতে, নদের স্বাভাবিক গতিপথের পরিবর্তন হওয়ার পাশাপাশি অস্তিত্ব সংকটের আশঙ্কা করছেন স্থানীয়রা।  

 ভৈরব নদের ওপর নির্ভরশীল এক সময়কার প্রমত্তা নদটি এখন দখল-দূষণের কারণে অনেকটা সংকীর্ণ হয়ে এসেছে।

এরই ধারাবাহিকতায় একশ্রেণির প্রভাবশালী ব্যবসায়ী ভৈরব নদের বিভিন্ন অংশ দখল করে ঘাট ও জেটি নির্মাণ অব্যাহত রেখেছেন। গড়ে তোলা হয়েছে অবৈধ গোডাউন ও অন্যান্য পাকা স্থাপনা। এতে সংকীর্ণ হয়ে আসা নদীতে বাধাগ্রস্থ হচ্ছে জোয়ারভাটা।

স্থানীয়রা বলছে, প্রশাসনের উদাসীনতার কারণে প্রভাবশালীরা নদের জায়গা দখল করে রেখেছেন।

এভাবে চলতে থাকলে অস্তিত্ব সংকটে পড়বে ভৈরব নদ।

আরও পড়ুন:রাজধানীতে সন্তানদের হাতে বাবা খুন

অবৈধ দখলদার উচ্ছেদে আগামী সপ্তাহ থেকে অভিযান শুরু হবে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।

দখলের কারণে ভৈরব নদের স্বাভাবিক গতিপথ পরিবর্তন হয়েছে অনেক আগেই। এখন দখলেও মরতে বসেছে নদটি। ভৈরব নদ রক্ষায় স্থানীয়রা সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেছেন।

news24bd.tv তুষার

 

সম্পর্কিত খবর