মাঝ আকাশে ব্যর্থ হলো ভারতের ‘নির্ভয়’

মাঝ আকাশে ব্যর্থ হলো ভারতের ‘নির্ভয়’

অনলাইন ডেস্ক

ভারতের বহুল প্রতিক্ষিত একটি ক্ষেপণাস্ত্র গন্তব্যে পৌঁছানোর আগেই তার পরীক্ষামূলক উৎক্ষেপণ বাতিল করেছে ভারতের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও)।

সোমবার ওড়িশার উৎক্ষেপণ কেন্দ্র থেকে বঙ্গোপসাগরে ‘নির্ভয়’ ক্ষেপণাস্ত্রটি ছাড়ার পর মাঝপথে অভিযান বাতিল করা হয়।

উৎক্ষেপন প্রকল্পের সঙ্গে জড়িত এক কর্মকর্তা জানিয়েছেন, সকাল সাড়ে ১০ টায় ক্ষেপণাস্ত্র কেন্দ্র থেকে ছাড়া হয় নির্ভয় ক্ষেপণাস্ত্র। কিন্তু মাঝপথে সমস্যা দেখা দেয়ায় ৮ মিনিট পরই তা বাতিল করা হয়।

পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় চীনা সেনাদের উপস্থিতি ও সামরিক সজ্জা বৃদ্ধির জেরে অত্যাধুনিক দ্রুতগতির নজরদারি ব্যবস্থা ও নতুন প্রযুক্তির সমরাস্ত্র সমাগমে জোর দিয়েছে ভারত। গত ৩৫ দিনে এটা ১০ম বারের মতো ছাড়া হয়। কিন্তু তবুও সফলতার মুখ দেখছে না দেশটি।

ডিআরডিও সূত্র বলছে, কয়েক মাসের মধ্যেই আরও একটি পরীক্ষামূলক উৎক্ষেপণ সফল হওয়ার কথা রয়েছে, যার পরে নির্ভয়কে সীমান্তে বহাল ভারতীয় সেনাবাহিনীর অস্ত্র সম্ভারে আনুষ্ঠানিক অন্তর্ভুক্তি করা হবে।

news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর