হার নিয়েই মাঠ ছাড়লেন স্পেন

হার নিয়েই মাঠ ছাড়লেন স্পেন

অনলাইন ডেস্ক

দীর্ঘদিন পর হারের স্বাদ পেলেন স্পেন। সর্বশেষ ২০১৮ সালের নভেম্বরে ক্রোয়েশিয়ার কাছে ৩-২ গোলে হেরেছিল সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। এর ২ বছর পর উয়েফা নেশন্স লিগে ইউক্রেনের বিপক্ষে ১-০ গোলের হার নিয়ে মাঠ ছেড়েছে লুইস এনরিকের শিষ্যরা।   

কিয়েভে মঙ্গলবার রাতে উয়েফা নেশন্স লিগে ‘এ’ লিগের ৪ নম্বর গ্রুপের ম্যাচটি ১-০ গোলে জিতেছে স্বাগতিকরা।

সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের হতবাক করে ম্যাচের ৭৩ মিনিটে আন্দ্রে শেভচেঙ্কোর ইউক্রেনের জয়সূচক গোলটি করেন ভিক্তর তিশানকভ।


আরও পড়ুন: নেইমারের হ্যাটট্রিকে ব্রাজিলের জয়


ম্যাচে ৭০ শতাংশের বেশি সময় বল দখলে রেখে গোলের উদ্দেশে মোট ২১টি শট নেয় স্পেন, এর আটটিই ছিল লক্ষ্যে। বিপরীতে পুরো ম্যাচে ইউক্রেনের নেওয়া তিনটি শটের একটি ছিল লক্ষ্যে এবং সেটাতেই ৩ পয়েন্ট নিশ্চিত।

দুই জয় ও এক ড্রয়ের পর আসরে প্রথম হারের স্বাদ পেল সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা।

অপরদিকে ইউক্রেনের এটি দ্বিতীয় জয়। আসরে প্রথম দেখায় গত মাসে ঘরের মাঠে ইউক্রেনকে ৪-০ গোলে হারিয়েছিল স্প্যানিশরা।

news24bd.tv সুরুজ আহমেদ