করোনায় আক্রান্ত বিশ্বসেরা গলফার

করোনায় আক্রান্ত বিশ্বসেরা গলফার

অনলাইন ডেস্ক

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বিশ্বের র‍্যাঙ্কিং শীর্ষ গলফ তারকা ডাস্টিন জনসন। কোভিড-১৯ এ সংক্রমিত হওয়ায় বর্তমানে সেলফ আইসোলেশনে আছেন জনসন।  

পুরুষদের গলফ নিয়ন্ত্রণকারী সংস্থা পিজিএ ট্যুর এ খবর জানিয়েছে।

পিজিএ ট্যুর আরো জানায়, লাস ভেগাসে ১৫ অক্টোবর থেকে অনুষ্ঠেয় সিজে কাপ থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন ৩৬ বছর বয়সী এই খেলোয়াড়।

যুক্তরাষ্ট্রের এই গলফার সবশেষ কোর্সে নেমেছিলেন সেপ্টেম্বরে ইউএস ওপেনে। টুর্নামেন্টটিতে ষষ্ঠ হয়েছিলেন তিনি।

সিজে কাপের আগে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় হতাশ জনসন, “আমি খুবই হতাশ। এই সপ্তাহে আমি প্রতিযোগিতায় নামার জন্য মুখিয়ে ছিলাম।

তবে দ্রুত ফেরার জন্য আমি সম্ভাব্য সবকিছু করব। ”


আরও পড়ুন: ইনস্টাগ্রামে ফের নতুন ফিচার


কোভিড-১৯ টেস্ট করানোর আগে জনসনের মাঝে এই রোগের লক্ষণ দেখা যাচ্ছিল বলে জানিয়েছে পিজিএ ট্যুর অফিসিয়ালরা।  

এক বিবৃতিতে বলা হয়েছে, সেলফ আইসোলেশনের পুরো সময় জুড়ে জনসনকে সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল প্রটোকলের নির্দেশনা অনুযায়ী সার্বিক সব সহযোগিতা করবে পিজিএ ট্যুর।

news24bd.tv নাজিম