সিলেটে পুলিশ হেফাজতে যুবকের মৃত্যু: তদন্তের জন্য মরদেহ উত্তোলনের অনুমতি

সিলেটে পুলিশ হেফাজতে যুবকের মৃত্যু: তদন্তের জন্য মরদেহ উত্তোলনের অনুমতি

নিজস্ব প্রতিবেদক

সিলেটে পুলিশ হেফাজতে রায়হান নামের এক যুবকের মৃত্যুর ঘটনায় স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের জন্য মরদেহ আবারো উত্তোলন করে পুনঃময়নাতদন্তের অনুমতি দিয়েছেন আদালত।

পুলিশের আবেদনের প্রেক্ষিতে বুধবার আদালত এ নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার জ্যোর্তিময় সরকার।

এর আগে গত রোববার সকালে ওসমানী হাসপাতালে মারা যান সিলেট নগরীর আখালিয়ার নেহারিপাড়া এলাকার মৃত রফিকুল ইসলামের ছেলে রায়হান আহমদ। সেদিন সিলেট বন্দর ফাঁড়ির পুলিশের পক্ষ থেকে জানানো হয়, নগরীর কাস্টঘর এলাকায় ছিনতাইয়ের অভিযোগে এলাকাবাসী রায়হানকে গণপিটুনি দিলে গুরুতর আহন হন তিনি।

পরে পুলিশ তাকে উদ্ধার করে ওসমানী হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রায়হানের মৃত্যু হয়।


আরও পড়ুন: রিফাত হত্যা: অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামির রায় ২৭ অক্টোব


ময়নাতদন্ত শেষে রোববার বাদ এশা নগরীর আখালিয়া জামে মসজিদে জানাজা হয় রায়হান উদ্দিনের। পরে আখালিয়া জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হয়।

মৃত্যুর সঠিক কারণ উদঘাটনে সিলেট মহানগর পুলিশের পক্ষ থেকে রায়হান উদ্দিনের লাশের পুনঃময়নাতদন্তের আবেদন জানানো হয়। বুধবার আদালত পুনরায় ময়নাতদন্তের জন্য লাশ কবর থেকে উত্তোলনের অনুমতি দেন।

news24bd.tv সুরুজ আহমেদ