নিক্সন চৌধুরীর বিরুদ্ধে মামলা করা হবে: সিইসি

নিক্সন চৌধুরীর বিরুদ্ধে মামলা করা হবে: সিইসি

নিজস্ব প্রতিবেদক

নির্বাচন বিধি বহিঃর্ভুত যে সব আলামত আছে তা আমলে নিয়ে ফরিদপুরের সাংসদ নিক্সন চৌধুরীর বিরুদ্ধে মামলা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা।  

এসময় তিনি আরও বলেন, আগামীকালের মধ্যে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হবে।

বুধবার (১৪ অক্টোবর) ঢাকা-৫ ও ঢাকা-১৮ আসনের নির্বাচন নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে এক বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

এসময় তিনি উপ-নির্বাচন নিয়েও কথা বলেন, আইনশৃঙ্খলা বাহিনী তাদের দ্বায়িত্ব পালন করবে।

বিএনপির ছোটখাটো অভিযোগ আছে। তবে ব্যাপক কোন অভিযোগ পাওয়া যায়নি।

কে এম নূরুল বলেন, ভোটাররা ভোটকেন্দ্রে যায় না, এটির কাগজে কলমে হিসাব পাই না। ব্যাপক প্রতিদ্বন্দ্বিতা ও প্রতিযোগিতামূলক না হ‌ওয়ায় ভোটাররা ভোটকেন্দ্রে যাওয়ায় আগ্ৰহী হচ্ছে না।

বিরোধী রাজনৈতিক দলগুলো ইভিএমে আস্থা রাখছে।


আরও পড়ুন: রিফাত হত্যা: অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামির রায় ২৭ অক্টোবর


এবারের নির্বাচন ঢাকা ১০ আসনের নির্বাচনের মত হবে না, ঢাকা ৫ ও ঢাকা ১৮ নির্বাচনে ভোটার বেশী হবে। ভোটার ভোট কেন্দ্রে যায় না কথাটা সঠিক নয়। সম্প্রতি অনেক নির্বাচনই প্রতিদ্বন্দ্বিতা মূলক হচ্ছে না, প্রার্থীরা নির্বাচন থেকে সরে আসে তখন প্রতিযোগিতা থাকে না। শুধুমাত্র সেসব সময় ভোটার সংখ্যা কমে যায়।

এর আগে, মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে নির্বাচন ভবনে সাংবাদিকদের জানান যে, ফরিদপুর-৪ আসনের সাংসদ মুজিবর রহমান চৌধুরীর বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে।

news24bd.tv সুরুজ আহমেদ