বার্সেলোনায় ১৫০০ বাংলাদেশিকে কনস্যুলার সেবা

বার্সেলোনায় ১৫০০ বাংলাদেশিকে কনস্যুলার সেবা

ইসমাইল হোসাইন রায়হান

স্পেনের রাজধানী মাদ্রিদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। মাদ্রিদ ও বার্সেলোনা বাংলাদেশি অধ্যুষিত এলাকা। মাদ্রিদ থেকে বার্সেলোনার দূরত্ব প্রায় ৭০০ কিলোমিটার। বার্সেলোনায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সুবিধার্থে দূতাবাসের একটি টীম প্রতি মাসে কনস্যুলার সেবা প্রদানের লক্ষে বার্সেলোনা যায়।

রাষ্ট্রদূত হাসান মাহমুদ খন্দকারের নির্দেশনায় হেড অব চ্যান্সেরী জনাব হারুন আল রশিদের নেতৃত্বে দূতাবাসের প্রথম শ্রম সচিব মো. মুতাসিমুল ইসলাম দূতাবাসের কর্মকর্তা এএসএম রেজাশাহ পাহলভী, মো. জাহাঙ্গীর আলম, মো. সাইফুল ইসলাম, মো. শফিকুল ইসলাম বার্সেলোনায় যান।

গত ১০ হতে ১৩ অক্টোবর ২০২০ বার্সেলোনায় কনস্যুলার সেবায় সর্বমোট ৪২৪ টি পাসপোর্ট রিইস্যু আবেদন গ্রহণ, প্রায় নয় শতাধিক পাসপোর্ট বিতরণ, পুলিশ ক্লিয়ারেন্স আবেদন সত্যায়ন, ভিসার আবেদন গ্রহণ, বিভিন্ন সনদ আবেদন গ্রহণসহ বিভিন্ন সনদের সত্যায়ন সহকারে প্রায় ১৫ শ' সম্মানিত প্রবাসী বাংলাদেশিদের কনস্যুলার সেবা দেওয়া হয়।

যথাযথ এপয়েন্টমেন্ট (ছিতা) অনুসরণ করে, বিদ্যমান করোনা ভাইরাস পরিস্থিতিতে মাস্ক পরিধান করে, যথাযথ সামাজিক দূরত্ব বজায় রেখে এবং সকল নিয়ম মেনে বার্সেলোনা প্রবাসীগণ অত্যন্ত সুশৃঙ্খলভাবে সেবা গ্রহণ করেছেন।

দূতাবাসের পক্ষ থেকে উক্ত সেবা পরিচালনায় আন্তরিক সহযোগিতার জন্য বার্সেলোনা প্রবাসী সকল বাংলাদেশি প্রবাসী ভাই বোনদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।

বার্সেলোনায় ভবিষ্যত কনসুলার সার্ভিসগুলোতেও বার্সেলোনাবাসীদের  উক্তরূপ সহযোগিতা  অব্যাহত থাকবে মর্মে দূতাবাস আন্তরিকভাবে বিশ্বাস করে।  

প্রবাসীসের সহযোগিতায় দূতাবাস সার্বক্ষণিক পাশে আছে এবং থাকার কথা জানান দূতাবাসের হেড অব চ্যান্সেরী জনাব হারুন আল রশীদ।

news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর