‘ধর্ষকের শাস্তি হোক ফায়ারিং স্কোয়াডে’

অনলাইন ডেস্ক

ধর্ষকের শাস্তি ফায়ারিং স্কোয়াডে দেওয়ার ব্যাপারে মত দিয়েছেন প্রধানমন্ত্রী কার্যালয়ের সাবেক মূখ্য সচিব আব্দুল করিম। বুধবার নিউজ টোয়েন্টিফোরের ‘জনতন্ত্র গণতন্ত্র’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেছেন, বিচার বর্হিভূত হত্যাকাণ্ড যেমন সমর্থন করা যায় না ঠিক তেমনি দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন করে মৃত্যুদণ্ড কাম্য।  

‘যে জঘন্য বাবা নিজ মেয়েকে ধর্ষণ করে সে জঘন্য বাবার দ্রুত বিচার সম্পন্ন করে তাকে যদি মৃত্যুদণ্ড দেওয়া হয়।

কিংবা ফায়ারিং স্কোয়াডে গুলি করে জনসন্মুখ্যে হত্যা করা হয় তাহলে এর একটা ইফেক্ট পড়বে। যেমন সৌদি আরবে এ ধরনের অপরাধের শাস্তি দেওয়া হয় জনসন্মুখে। এমন দু চার টা শাস্থি দেওয়া হলে এর একটা ইফেক্ট পড়বে। এটা যদি সম্ভব না হয় তাহলে দ্রুত বিচার আইনে তাকে যদি মৃত্যুদণ্ড দেওয়া হয় তাহলে এই কলঙ্ক থেকে আংশিক মুক্তি মিলবে।

আনোয়ার সাদীর উপস্থাপনায় ‘পিছু ছাড়ছে না সংকট’ শীর্ষক আলোচনাটিতে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ।

news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর