সোনার নতুন দাম আজ থেকে কার্যকর হচ্ছে

সোনার নতুন দাম আজ থেকে কার্যকর হচ্ছে

নিজস্ব প্রতিবেদক

দেশের বাজারে আজ থেকে সোনার বর্ধিত দাম কার্যকর হচ্ছে। আন্তর্জাতিক বাজারে সপ্তাহখানেক ধরেই সোনার দাম বাড়ার কথা শোনা যাচ্ছিল। এবার দেশেও সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ৩৩৩ টাকা।

আজ থেকে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম ৭৬ হাজার ৩৪১ টাকা।

এর আগে গতকাল বুধবার বাংলাদেশ জুয়েলার্স সমিতি সোনার দাম বাড়ার এই সিদ্ধান্তের কথা জানায়। সর্বশেষ গত ২৪ সেপ্টেম্বর সোনার দাম ভরিতে সাড়ে ১ হাজার ৭৫০ টাকা। এবং গত ৬ আগস্ট প্রতি ভরি সোনার দাম বেড়ে ৭৭ হাজার ২১৬ টাকা হয়, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।


আরও পড়ুন: সাতক্ষীরায় একই পরিবারের ৪ জনের গলা কাটা লাশ উদ্ধার


নতুন দর অনুসারে আজ থেকে ২২ ক্যারেটের এক ভরি সোনা কিনতে লাগবে ৭৬ হাজার ৩৪১ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেট ৭৩ হাজার ১৯২ টাকা, ১৮ ক্যারেট ৬৪ হাজার ৪৪৪ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার অলংকারের ভরি বিক্রি হবে ৫৪ হাজার ১২১ টাকায়।

যা গতকাল পর্যন্ত প্রতি ভরি ২২ ক্যারেট সোনা ৭৪ হাজার ৮ টাকা, ২১ ক্যারেট ৭০ হাজার ৮৫৯ টাকা, ১৮ ক্যারেট ৬২ হাজার ১১১ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা বিক্রি হয়েছে ৫১ হাজার ৭৮৮ টাকায়।

news24bd.tv আহমেদ