রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে কাজ করছে যুক্তরাষ্ট্র

রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে কাজ করছে যুক্তরাষ্ট্র

নিজস্ব প্রতিবেদক

রোহিঙ্গা প্রত্যাবাসন নিশ্চিত করতে হলে, আঞ্চলিক শক্তিগুলোকে যথাযথ ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি বৈশ্বিক শক্তিগুলোকেও এ বিষয়ে মিয়ানমারের ওপর রাজনৈতিক চাপ বাড়াতে হবে বলে জানিয়েছেন ঢাকা সফররত মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী স্টিফেন বিগান।  

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ঢাকা সফররত স্টিফেন ই বিগান রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করেন।

বৈঠক শেষে সংবাদ সম্মেলনে স্টিফেন বিগান বলেন, রোহিঙ্গা সংকটের শুরু থেকেই যুক্তরাষ্ট্র বাংলাদেশের পাশে রয়েছে। এ সংকট সমাধানে মিয়ানমারের ওপর চাপ বাড়াতে কাজ করছে যুক্তরাষ্ট্র।


আরও পড়ুন: তদন্তের জন্য কবর থেকে তোলা হল সেই রায়হানের লাশ


আর পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ঢাকাকে এখন দিল্লির চোখে দেখেনা যুক্তরাষ্ট্র। আর বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীকে ফিরিয়ে দেয়ার বিষয়টি বিবেচনায় রেখেছে যুক্তরাষ্ট্র।

রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায়, সকাল সাড়ে নয়টায় দ্বিপক্ষীয় বৈঠকে বসেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এবং সফররত মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী স্টিফেন বিগান। ঘণ্টারও বেশি সময় ধরে চলা বৈঠক শেষে, সাংবাদিকদের সামনে আসেন তিনি।

news24bd.tv আহমেদ