ব্যবসায়ীদের নূনতম নৈতিকতা নেই: কৃষিমন্ত্রী

ব্যবসায়ীদের নূনতম নৈতিকতা নেই: কৃষিমন্ত্রী

অনলাইন ডেস্ক

নৈতিকতার বাইরে গিয়ে প্রতিকেজি আলুতে ব্যবসায়ীরা অন্তত ২০ টাকা লাভ করছেন বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। তিনি বলেন, আলুর দাম নিয়ন্ত্রণে কাজ করছে সরকার।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে বিশ্ব খাদ্য দিবস ২০২০ ও কৃষির সমসাময়িক বিষয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।  

মন্ত্রী বলেন, বন্যার কারণে অন্যান্য সবজির ব্যাপক ক্ষতি হয়েছে।

এতে আলুর চাহিদাও বেড়েছে। আর ২০ থেকে ২৫ দিন এই সবজির দাম একটু বেশি থাকবে। তারপর নতুন সবজি এলে দাম কমবে।

তিনি আরও বলেন, বাজার নিয়ন্ত্রণ করা খুব কঠিন।

আইনশৃংখলা বাহিনী এবং প্রশাসন চেষ্টা করে। তবে বাস্তবে এটা করা যায় না। বাজারে চাহিদা ও ব্যবসায়ীদের নানান কারসাজির কাছে এটা করা খুব কঠিন একটা কাজ। তবে আমরা চেষ্টা করছি। আমরা নীরব দর্শকের ভূমিকা পালন করছি না।


আরও পড়ুন: নুর-রাশেদকে অবাঞ্ছিত ঘোষণা: নতুন কমিটি গঠন ছাত্র অধিকার পরিষদের


কৃষিমন্ত্রী বলেন, যে দামে ব্যবসায়ীরা আলু কিনেছে, কত লাভ করবে, কিনেছে ১৭ থেকে ১৮ টাকা করে। কিন্তু এটা তাদের ৪৫-৫০ টাকা করে কেন বিক্রি করতে হবে? ন্যূনতম একটা নৈতিকতা তাদের মধ্যে কাজ করে না। এক কেজি আলুতে ২০ টাকা লাভ করা কী সহজ কথা। বর্তমানে চাহিদা থাকায় সে সুযোগ তারা নিচ্ছে।

news24bd.tv আহমেদ