কেন বাড়ছে আলুর দাম?

কেন বাড়ছে আলুর দাম?

সুলতান আহমেদ

পর্যাপ্ত মজুদের পরও কেন বাড়ছে আলুর দাম তার উত্তর নেই কারো কাছেই। হিমাগার সমিতির হিসেবে, দেশে বর্তমানে মোট আলুর মজুদ রয়েছে ২৩ থেকে ২৫ লাখ মেট্রিক টন।

তবে পর্যাপ্ত মজুদ কিংবা সরকারের বেধে দেওয়া দাম কোনো কিছুতেই তোয়াক্কা করছে না এক শ্রেণির ব্যবসায়ী।

বিশেষজ্ঞরা বলছেন, আলুসহ নিত্যপণ্যের দাম কমাতে বাজারে সুশাসন প্রতিষ্ঠার বিকল্প নেই।


কৃষিমন্ত্রী বলছেন, দাম নিয়ন্ত্রণে চলছে কঠোর মনিটরিং।

বাঙ্গালীর খাদ্য তালিকায় দ্বিতীয় গুরুত্বপূর্ণ পণ্যটির নাম গোল আলু। সাধারণরত যেই পণ্যটি বিক্রি হয় ১৫ থেকে ২০ টাকায়, দাম বৃদ্ধিতে এবছর সেই পণ্য জন্ম দিচ্ছে নতুন নতুন রেকর্ডের।

বর্তমানে রাজধানীসহ দেশের বিভিন্ন বাজারে আলু বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫৫ টাকায় যা ইতিহাসে নজিরবিহীন।

আরও পড়ুন: ফাঁড়ির ইনচার্জ আকবর যেন পালাতে না পারে: পিবিআই

অথচ অতি প্রয়োজনীয় এই পণ্যটির উৎপাদন খরচ কেজি প্রতি মাত্র ৮ দশমিক ৩২ টাকা। কৃষি বিপণন অধিদপ্তরের সাম্প্রতিক এক হিসেবে উঠে এসেছে হিমাগারে রাখা সহ প্রতি কেজি আলুর পেছনে খরচ পড়েছে ১৮ টাকা ৯৯ পয়সা। হঠাৎ দাম বৃদ্ধির পেছনে কারণ হতে পারে মজুদ সংকট।
তবে হিমাগার সমিতি বলছে, বর্তমানে সারাদেশে পর্যাপ্ত আলুর মজুদ রয়েছে।

শুধু আলুই নয় বাজারে ক্রেতাকে অস্বস্তি দিচ্ছে সবজি, পেঁয়াজ, চাল সহ বেশিরভাগ নিত্যপণ্য। ৮০ টাকার নিচে মিলছে না কোনো সবজি। পরিস্থিতি স্বাভাবিক করতে বাজারে বিশেষ মনিটরিং প্রয়োজন বলে মনে করেন বিশেষজ্ঞরা।

শিগগির আলুর দাম কমে আসবে বলে আশ্বাস দিয়েছেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। বৃহস্পতিবার তিনি সচিবালয়ে বলেন, সরকারের বেঁধে দেওয়া দাম কার্যকর করতে চলছে বিশেষ মনিটরিং।

তবে কৃত্রিম সংকট তৈরি করে যারা মুনাফা তুলে নিচ্ছে তাদের কী হবে সেই বিষয়ে । এখনও কোনো নির্দেশনা আসেনি।

news24bd.tv তৌহিদ

এই রকম আরও টপিক

সম্পর্কিত খবর