ভারতীয় মার্কিনিরা ট্রাম্পের দিকে নয়!

ভারতীয় মার্কিনিরা ট্রাম্পের দিকে নয়!

আন্তর্জাতিক ডেস্ক:

৩ নভেম্বর নির্বাচনকে ঘিরে বিভিন্ন অঙ্গরাজ্যে প্রচারণায় নেমেছে বাইডেন-ট্রাম্প।   সর্বশেষ জনমত জরিপে ডোনাল্ড ট্রাম্পের পক্ষে জনসমর্থন বেড়েছে ফ্লোরিডায়। আগের সপ্তাহের তুলনায় কিছুটা হলেও ট্রাম্প ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনকে পাল্লা দিচ্ছে বলে জানান দিচ্ছে জরিপের ফলাফল।

তবে কয়েকটি  ব্যাটলগ্রাউন্ড রাজ্যে বাইডেনকে ট্রাম্পের চেয়ে এগিয়ে থাকতে দেখা গেছে।

এর মধ্যে অ্যারিজোনা ও পেনসিলভানিয়ায় বাইডেনের জনপ্রিয়তা বেড়েছে। রয়টার্স ৬টি  ব্যাটলগ্রাউন্ড রাজ্য এই জরিপগুলো প্রকাশ করে।

আরও পড়ুন:


ভারতের কাছে মিত্রবাহিনীর তালিকা চাইলেন মুক্তিযুদ্ধ মন্ত্রী


৯ থেকে ১৩ অক্টোবর হওয়া রয়টার্স জাতীয় পর্যায়ের আরেকটি জরিপে বাইডেনকে ট্রাম্পের চেয়ে ১০ পয়েন্ট এগিয়ে থাকতে দেখা গেছে। ওই জরিপে অংশ নেওয়া ৫১ শতাংশ বাইডেনের প্রতি সমর্থন ব্যক্ত করেছেন, ট্রাম্প পেয়েছেন ৪১ শতাংশের সমর্থন।

গত সপ্তাহের জরিপে বাইডেন ট্রাম্পের চেয়ে ১২ পয়েন্ট এগিয়ে ছিলেন।

এদিকে, বুধবার যুক্তরাষ্ট্রের পোলিং ফার্ম ইউগভ প্রকাশিত এক জরিপে এ তথ্য উঠে এসেছে আগামী নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনকে প্রায় ৭২ শতাংশ ভারতীয় মার্কিনি ভোট দেবেন। আর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দেবেন মাত্র ২২ শতাংশ।

news24bd.tv কামরুল