আপনারা ভাবছেন সিলেটের ওই এসআই'র বিচার হবে?

আপনারা ভাবছেন সিলেটের ওই এসআই'র বিচার হবে?

আমিনুল ইসলাম

সিলেটে রায়হান নামের ছেলেটা'কে পুলিশ ফাঁড়িতে তুলে নিয়ে গিয়ে পুলিশের যে এসআই হত্যা করেছে; তাকে আজ পর্যন্ত গ্রেপ্তার করা সম্ভব হয়নি। শুনতে পাচ্ছি সে নাকি পলাতক!

এদিকে নোয়াখালীর ধর্ষণ ঘটনায় দায়ী দেলয়ারকে নাকি এলাকার মানুষ অনেক আগেই একবার গণপিটুনি দিয়ে পুলিশের কাছে দিয়েছিল।

পুলিশ তাকে ছেড়ে দিয়েছে!

সিলেট শহরের মেয়রকে টেলিভিশনে সরাসরি জিজ্ঞেস করা হয়েছিলো -আপনি কি জানতেন না, পুলিশের অনেক সদস্য এমন কাজ করে বেড়ায়?

অসহায় এই মেয়র কি উত্তর দিয়েছে জানেন?

- জেনে লাভ কী? কারো কোনো শাস্তি হয়নি। এক জায়গায় থেকে আরেক জায়গায় বদলি করে শুধু।

আমি আজকে অবৈধ স্থাপনা উঠিয়ে দিলে, ওরা পুলিশকে টাকা দিয়ে কালকেই আবার বসে পড়ে! আমি বরং জাতির বিবেকের কাছে ছেড়ে দিলাম এইসব!

এদিকে পত্রিকা পড়ে জানতে পারলাম আগামীকাল ১৬ অক্টোবর থেকে দেশের সিনেমা হলগুলো আবার চালু হচ্ছে করোনা আতঙ্কের পর।

আরও পড়ুন: মাত্র ১০ হাজার টাকার জন্য ছেলেটাকে মেরে ফেলা হলো

দেশের নামকরা পত্রিকা প্রথম-আলো শিরোনাম করেছে  "হিরো আলম বললেন, আমি'ই এগিয়ে এলাম। "

রিপোর্ট পড়ে যা বুঝলাম- করোনা'র কারণে এতদিন বন্ধ থাকার পর কাল যখন হলগুলো খুলছে; কেউ সিনেমা মুক্তি দিতে চাইছে না। তাই হিরো আলম এগিয়ে এসছে তার সিনেমা নিয়ে।

সিনেমার নামটা কী জানেন? 

"সাহসী হিরো আলম!" 

সিনেমা প্রসঙ্গে হিরো আলম কি বলেছেন জানেন?

-‘গল্পে আমি সাহসী, কোনো কিছুতেই ভয় পাই না। তাই সিনেমার নামও রেখেছি ‘সাহসী হিরো আলম’

সেই হিরো আলম; যে কিনা নিজের বউ'কে নিয়মিত নির্যাতন করতো। যার জন্য তাকে জেল হাজতেও যেতে হয়েছে।
এরপর? 

তিনি এখন "হিরো আলম" থেকে "সুপার হিরো আলম" হবার পথে।

আমাদের দেশ সেরা পত্রিকা প্রথম আলো বড় করে শিরোনাম করেছে তার সিনামা মুক্তি পাচ্ছে দেশ জুড়ে! সেই রিপোর্ট আমি আবার হাজার মাইল দূরের উত্তর মেরু'র ছোট্ট একটা দেশে থেকেও পড়ে ফেলেছি।

আরও পড়ুন: কোথায় লেখা আছে বিসিএস ক্যাডারকে স্যার ডাকতে হবে ?

বুঝতে পারছেন তো- কারা এই সমাজে হিরো হিসেবে আবির্ভূত হয়? শত হোক, সিনেমা শিল্প বাঁচাতে তিনি এগিয়ে এসেছেন! 
কি? আপনারা ভাবছেন সিলেটের ওই এসআই'র বিচার হবে?

নোয়াখালী'র ধর্ষক দেলয়ারের বিচার হবে?

অপেক্ষা করুন। এইতো আর কয়টা মাস কিংবা বছর। এরপর এরাও হয়ত হিরো আলমের মতো "হিরো" হয়ে আমাদের আশপাশে ঘুরে বেড়াবে।

এর চাইতে বরং মনের আনন্দে "সাহসী হিরো আলম" সিনেমা'টা দেখুন। সিনেমায় হিরো আলমের সঙ্গে তিনজন নায়িকা আছে। ঠিক বুঝতে পারছি না- একজন কম কেন! চারজন হলে ভালো হতো।

যা হোক, সিনেমাটা দেখুন। নিজে শান্তি'তে থাকুন। সেই সঙ্গে দেশের সিনেমা শিল্প'কে বাঁচান।   হিরো আলম'কে "সুপার হিরো" হতে সাহায্য করুন!

আমিনুল ইসলাম, বিশ্ববিদ্যালয় শিক্ষক, অস্ট্রিয়া।

news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর