বি‌দেশি নাম দি‌য়ে দে‌শে উৎপাদন হচ্ছে নকল ইঞ্জিন অয়েল
দেখার কেউ নেই

বি‌দেশি নাম দি‌য়ে দে‌শে উৎপাদন হচ্ছে নকল ইঞ্জিন অয়েল

অনলাইন ডেস্ক

অনু‌মোদন বিহীন লু‌ব্রিকেন্ট বা ইঞ্জিন অয়েলে বাজার ছয়লাভ। খোদ রাজধানীর মিরপুর ডিওএইচএ‌সে অ‌ফিস ভাড়া নি‌য়ে বি‌দেশি নাম দি‌য়ে দে‌শে উৎপাদন কর‌া হচ্ছে নকল ব্রান্ড।

আবার কেউ অনুমোদন বিহীন ব্রান্ড চোরাই প‌থে আমদানি কর‌ছে। এ রকম প্রতিষ্ঠা‌নের সন্ধান শুধু মিরপু‌রেই মি‌লে‌ছে অন্তত চার‌টি।

গভীর উদ্বেগের বিষয় এই দাহ‌্য পদার্থ রাখা হ‌চ্ছে আবা‌সিক এলাকায় গোডাউ‌নে।

news24bd.tv

মিরপু‌রের মুক্তবাংলা শ‌পিং ম‌লের পেছ‌নে, গুদারাঘা‌টের কা‌ছে ও ১২ নম্ব‌রে অব‌স্থিত এসব দাহ‌্য পদার্থের গোডাউনের কারণে আবার কোনো নিমতলীর জন্ম দেয় কিনা সে ভ‌য়ে আত‌ঙ্কিত এলাকাবাসী।

এছাড়াও মানহীন এই ই‌ঞ্জিন ও‌য়েল ব‌্যবহার ক‌রে কো‌টি টাকার গা‌ড়ির ই‌ঞ্জিন নষ্ট হ‌চ্ছে। এজন্য আইনশৃঙ্খলা বা‌হিনীর দৃ‌ষ্টি আকর্ষণ ক‌রে‌ছে ভুক্ত‌ভো‌গীরা।

news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর