পদত্যাগ করলেন কিরগিজস্তানের প্রেসিডেন্ট

পদত্যাগ করলেন কিরগিজস্তানের প্রেসিডেন্ট

অনলাইন ডেস্ক

পদত্যাগ করলেন কিরগিজস্তানের প্রেসিডেন্ট সুরুনবায় জিনবেকভ। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) পদত্যাগের ঘোষণা তিনি দেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

প্রেসিডেন্টের কার্যালয় প্রকাশিত এক বিবৃতিতে জিনবেকভ বলেছেন, আমি ক্ষমতা আঁকড়ে থাকতে চাই না।

আমি চাই না নিজ দেশের জনগণকে রক্ষপাত ও গুলির অনুমতি দেওয়া প্রেসিডেন্ট হিসেবে ইতিহাসে স্থান পেতে।

বিক্ষোভকারী ও রাজনৈতিক বিরোধী জিনবেকভের পদত্যাগের দাবি করে আসছেন। তিনি দাবি করেছেন, ক্ষমতায় আঁকড়ে থাকা আমাদের দেশের অখণ্ডতার চেয়ে মূল্যবান নয় এবং সামাজিক নীতির মধ্যে পড়ে না। আমার জন্য, কিরগিজস্তানের শান্তি, দেশের অখণ্ডতা, জনগণের ঐক্য ও সমাজে স্থিতিশীলতা সবার উপরে।


আরও পড়ুন: মাথার ক্ষত দাগ দেখিয়ে যা বললেন সঞ্জয় (ভিডিও)


নির্বাচন ঘিরে সৃষ্ট বিক্ষোভে গত সপ্তাহে বিরোধীরা দেশটির কয়েকটি সরকারি ভবন দখল করার পর প্রেসিডেন্টের এই পদত্যাগের ঘোষণা আসলো। চলমান এই বিক্ষোভে অন্তত একজন নিহত ও শতাধিক আহত হয়েছেন। এর আগে পদত্যাগ করেছেন দেশটির প্রধানমন্ত্রী, মন্ত্রিসভা এবং বেশ কয়েকজন গভর্নর ও মেয়র। এতে রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে।

বুধবার কারামুক্ত বিরোধী নেতা সাদির জাপারভকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। শুক্রবার রাষ্ট্রীয় জরুরি অবস্থা জারি করেছিলেন জিনবেকভ। ওই দিনই রাজধানী বিশকেকে সেনা মোতায়েন করা হয়।  

news24bd.tv নাজিম