উত্তাল থাইল্যান্ড

উত্তাল থাইল্যান্ড

অনলাইন ডেস্ক

থাইল্যান্ডে জরুরি অবস্থা উপেক্ষা করেই বৃহস্পতিবার আবারও রাজপথে জড়ো হয়েছে সরকার বিরোধী হাজারো বিক্ষোভকারী। গণহারে গ্রেপ্তারকৃতদের মুক্তির দাবিতে স্লোগান ছিল তাদের মুখে।

এখন পর্যন্ত তিন নেতাসহ অন্তত ২০ আন্দোলনকারীকে আটক করেছে স্থানীয় পুলিশ।

বিবিসি জানায়, দেশটির রাজধানী ব্যাংককে ব্যাপক বিক্ষোভের জের ধরে বৃহস্পতিবার সারাদেশে জরুরি অবস্থা জারি করে থাই সরকার।

তবে সরকারি আদেশ অমান্য করেই বৃহস্পতিবার দুপুরের পর থেকে ব্যাংককের রাতচাপরাসং এলাকায় জড়ো হতে থাকে বিক্ষোভকারীরা। রাতে এলাকাটি জনসমুদ্রে পরিণত হয়। তিন আঙুলের স্যালুট দিয়ে প্রতিবাদ জানিয়েছে বিক্ষোভকারীদের অনেকেই।  

আরও পড়ুন: শুভমান গিলকে ‘বিয়েই’ করে ফেলেছেন শচিনকন্যা সারা!

সম্প্রতি এই স্যালুট ছাত্র নেতৃত্বাধীন চলমান সরকার বিরোধী বিক্ষোভের প্রতীকে পরিণত হয়েছে।

থাই প্রধানমন্ত্রী প্রিয়ুথ চান-ওচার পদত্যাগের দাবিতেই মূলত এ আন্দোলন হচ্ছে।

পাশাপাশি সম্প্রতি থাই রাজা ভাজিলারংকর্নের ক্ষমতা সঙ্কুচিত করারও দাবি জানাচ্ছেন বক্ষোভকারীরা।

news24bd.tv কামরুল

এই রকম আরও টপিক

সম্পর্কিত খবর