ইংলিশ প্রিমিয়ার লিগে কাল দুটি খেলা

ইংলিশ প্রিমিয়ার লিগে কাল দুটি খেলা

অনলাইন ডেস্ক

ইংলিশ প্রিমিয়ার লিগে কাল এভারটনের মুখোমুখি হবে লিভারপুল। গুডিসন পার্কে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৫টায়। দিনের অন্য ম্যাচে  ইতিহাদ স্টেডিয়াম আর্সেনালকে আতিথেয়তা দেবে ম্যানচেস্টার সিটি। ম্যাচটি শুরু হবে রাত সাড়ে ৮টায়।

 

ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের শেষ ম্যাচে অ্যাস্টন ভিলার বিপক্ষে ৭-২ গোলের লজ্জাজনক হার ভুলতেই চাইবে বর্তমান লিগ চ্যাম্পিয়ন লিভারপুল। ম্যাচে এভারটনের মাঠ গুডিসন পার্কে অবশ্য সেই কাজটা খুব একটা সহজ হবে না ইয়ুর্গেন ক্লপের শিষ্যদের।

লিগে ৪ ম্যাচের মধ্যে এখন পর্যন্ত একটি হার। তবুও ডার্বি ম্যাচে শঙ্কামুক্ত থাকতে পারছে না গত সপ্তাহেই ক্লাবের সাথে ৫ বছরের গাটছাড়া পূর্ণ হওয়া ক্লপের।

তবে আশার কথা হলো গত ২২ ম্যাচে এভারটনের বিপক্ষে হারের মুখ দেখেনি রেডসরা। এই ম্যাচেও গোলবারের নিচে দেখা যাবে না ব্রাজিলিয়ান গোলকিপার এ্যালিসন বেকারকে। এভাটনের বিপক্ষে ১ গোল করলেই লিভারপুলের হয়ে ১০০ গোলের মাইল ফলক স্পর্শ করবে মোহাম্মদ সালাহ।


আরও পড়ুন: অভিযোগ আর অভিযোগ


অন্যদিকে এভারটনের মৌসুম শুরুটা হয়েছে দূর্দান্ত। এখন পর্যন্ত ৪ ম্যাচের সবকটি ম্যাচ জিতে পয়েণ্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে কার্লো আন্সেলোত্তির দল। এমনকি সব টুর্নামেন্ট মিলিয়ে শেষ ৬ ম্যাচে হারের মুখ দেখেনি এভারটন। খুব স্বাভাবিক ভাবেই বার্তি আত্মবিশ্বাস নিয়ে নিজেদের মাঠে নামবে দ্যা ব্লুজরা। ডোমিনিক ক্যালভার্ট, জেমস রদ্রিগেজদের নিজেদের মাঠে শেষ ১৩ ম্যাচে মাত্র একটি হার আশার পালে হাওয়া দিচ্ছে।

এদিকে লিগে দিনের আরেক বড় ম্যাচে মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি ও আর্সেনাল। লিগে এখন পর্যন্ত ৪ ম্যাচের মধ্যে ১ ম্যাচে হারের মুখ দেখেছে মিকেল আর্তেতার দল। দলে ইনজুরি বড় সমস্যায় ফেলেছে কোচকে। তবে আশার কথা সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ ৬ ম্যাচের মধ্যে মাত্র ১টি ম্যাচে হারের স্বাদ পেয়েছে দ্যা গানার্সরা।

এদিকে লিগে খুব একটা সুখকর সময় যাচ্ছে না ম্যানচেস্টার সিটির। জয় দিয়ে আসর শুরু করলেও শেষ দুই ম্যাচে তুলনামুলক দুর্বল দলের বিপক্ষে ড্র আর হারের মুখ দেখেছে পেপ গার্দিওয়ালা। তাই নিজেদের মাঠে আর্সেনালের বিপক্ষে জয় দিয়ে ঘুরে দাঁড়াতে চাইবে সিটিজেনরা।

news24bd.tv নাজিম