পিসিআর টেস্ট ছাড়া কেউ কুয়েতে প্রবেশ করতে পারবে না

পিসিআর টেস্ট ছাড়া কেউ কুয়েতে প্রবেশ করতে পারবে না

মইন ইউ সুমন, কুয়েত:

কুয়েতে প্রবেশ করতে হলে কোভিড-১৯ বা করোনা ভাইরাসে আক্রান্ত কী না তা পরীক্ষা করাতে হবে। পিসিআর পদ্ধতিতে পরীক্ষা করা ছাড়া কোন যাত্রীকে কুয়েতে প্রবেশ করতে দেওয়া হবে না। কুয়েত সরকারের মুখপাত্র তারিক আল মুজরিম এই তথ্য নিশ্চিত করেছেন। খবর আরব টাইমসের।

 

কুয়েত সরকারের তরফ থেকে বলা হয়েছে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কী না তা কড়াকড়িভাবে দেখা হবে।  

আরওপড়ুন: 


অতিরিক্ত আঘাতের কারণেই রায়হানের মৃত্যু


তারিক আল মুজরিম বলেছেন, কুয়েতে পৌঁছার পর সাবাইকে করোনা নেগেটিভ সার্টিফিকেট দেখাতে হবে। এমনকী বিমানবন্দরে দৈবচয়ন ভিত্তিতে করোনা ভাইরাস শনাক্ত করতে পরীক্ষাও করা হবে।  

যারাই কুয়েতে আসবেন তাদের সবাইকে বাধ্যতামূলকভাবে ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে থাকতে হবে।

news24bd.tv কামরুল