উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে চলছে নওগাঁ-৬ আসনের ভোটগ্রহণ

উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে চলছে নওগাঁ-৬ আসনের ভোটগ্রহণ

নিজস্ব প্রতিবেদক

বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে চলছে নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ।
শনিবার (১৭ অক্টোবর) সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকাল ৫টা পর্যন্ত। এ আসনেই ইভিএমে ভোটগ্রহণ করা হচ্ছে।

এর আগে শুক্রবার কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সামগ্রী পাঠানো হয়। নির্বাচনী এলাকায় শুক্রবার মধ্যরাত থেকে শনিবার মধ্যরাত পর্যন্ত কিছু গণপরিবহনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। মোতায়েন করা হয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাড়তি সদস্য।


আরও পড়ুন: তারা কী করতে পারে আমি দেখতে চাই: বিএনপি প্রার্থী সালাহউদ্দিন


 

এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট তিনজন প্রার্থী।

তারা হলেন- আওয়ামী লীগের মো. আনোয়ার হোসেন (হেলাল), বিএনপির শেখ মো. রেজাউল ইসলাম ও ন্যাশনাল পিপলস পার্টির মো. খন্দকার ইন্তেখাব আলম। এ আসনে ভোটার সংখ্যা ৩ লাখ ০৬ হাজার ৭২৫ জন; যার মধ্যে পুরুষ ১ লাখ ৫৩ হাজার ৭৫৮ জন ও নারী ১ লাখ ৫২ হাজার ৯৬৭ জন। এই আসনে ১০৪ কেন্দ্রে ভোটগ্রহণ করা হবে।

উল্লেখ্য, আওয়ামী লীগের সংসদ সদস্য  মো. ইসরাফিল আলমের মৃত্যুতে গত ২৭ জুলাই নওগাঁ-৬ আসন শূন্য হয়।

news24bd.tv নাজিম