বিশ্বে একদিনে সংক্রমণ ৪ লাখ ছাড়ালো

বিশ্বে একদিনে সংক্রমণ ৪ লাখ ছাড়ালো

নিজস্ব প্রতিবেদক

গেলো মার্চ মাস থেকে করোনা ভাইরাসের মহামারী শুরুর পর থেকে এই প্রথমবারের মতো বিশ্বজুড়ে একদিনে সংক্রমণের হার চার লাখ ছাড়ালো। গেলো ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ৪ লাখ ১২ হাজার ৯১৭ জন।  

এ নিয়ে বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা ছাড়ালো ৩ কোটি ৯৫ লাখের বেশি। আর মোট মৃত্যু ছাড়িয়েছে ১১ লাখ ৯ হাজার।

এরমধ্যে যুক্তরাষ্ট্রে আবারো বাড়তে শুরু করেছে সংক্রমণ ও মৃত্যু।

একদিনে দেশটিতে ৭১ হাজারের বেশি মানুষ আক্রান্তের ঘটনায় মোট সংক্রমণ ৮২ লাখ ছাড়িয়েছে।   ২৪ ঘণ্টায় প্রাণহানি হয়েছে ৯২৮ জনের।  


আরও পড়ুন: বিশ্বে করোনা আক্রান্ত ৩ কোটি ৯৫ লাখ ছাড়াল


ভারতে একদিনে মারা গেছে ৮২৬ জন।

এদিকে ইউরোপে ভয়াবহ আকারে ছড়িয়ে পড়ছে ভাইরাস। ফ্রান্সে একদিনে আক্রান্ত হয়েছে ২৫ হাজারের বেশি মানুষ।  

যে কারণে শনিবার থেকে দেশটিতে রাত ৯টা থেকে সকাল ৬টা পর্যন্ত এক মাস কারফিউ জারি করেছে সরকার।  
এছাড়া যুক্তরাজ্য, ইতালি ও স্পেনে করোনা সংক্রমণ মোকাবিলায় লকডাউনসহ আরোপ হয়েছে কঠোর বিধিনিষেধ।

অন্যদিকে ইসরায়েলে সংক্রমণ কমে আসায় এক মাসের জন্য জারি করা লকডাউন শিথিলের ঘোষণা দিয়েছে নেতানিয়াহু সরকার। সারাবিশ্বে এখন পর্যন্ত করোনাভাইরাস থেকে সুস্থ্য হয়ে উঠেছেন মোট ২ কোটি ৯৬ লাখ মানুষ।

news24bd.tv নাজিম

সম্পর্কিত খবর