দমকলবাহিনী আসতে আসতে ৫ ভাইয়ের সব পুড়ে ছাই

দমকলবাহিনী আসতে আসতে ৫ ভাইয়ের সব পুড়ে ছাই

নাসিম উদ্দীন নাসিম, নাটোর

নাটোর সদরের হয়বতপুর বাজারে শনিবারে দুপুরে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে নগদ সাত লাখ টাকাসহ আপন পাঁচ ভাইয়ের সংসার ও ব্যবসার সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে। নাটোর থেকে ফায়ার সার্ভিস কর্মীরা আসতে আসতে নিমিষেই সব পুড়ে ছাই হয়ে যায়।

নাটোর ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার দুপুর সোয়া দুইটার দিকে হয়বতপুর বাজারে প্রতিবেশী শামসুল ইসলামের রাইস মিল থেকে হঠাৎ করেই শিক্ষক রুহুল আমিন ও মোবারক হোসেনসহ তাদের পাঁচ ভাইয়ের বাড়িতে আগুন লেগে যায়।

এসময় তাদের বসবাসের সেমি পাকা আটটি ঘর ও ঘরের টিভি ফ্রিজ, খাট, ২০বিঘা জমির দলিলসহ যাবতীয় জিনিসিপত্র আগুনে পুড়ে যায়।

আগুনে সাত দিন আগে সৌদি আরব থেকে দেশে আসা তাদের ভাই আশরাফুল ইসলামের নগদ সাত লাখ টাকা ও সকল জিনিসপত্র পুড়ে যায়। এ সময় রাইস মিলের পাশের একটি নুরুনী মাদরাসা ও বস্তার গোডাউন পুড়ে গেছে।

নাটোর ফায়ার সার্ভিস কর্মীরা আসতে আসতে নিমিষেই তাদের সব কিছৃু পুড়ে গেলেও তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর পরিবারটিতে কান্নার রোল পড়ে যায়।

news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর