গিটারের জাদুকর আইয়ুব বাচ্চুর ২য় মৃত্যুবার্ষিকী আজ (ভিডিও)

ফাতেমা কাউসার

আজ ১৮ই অক্টোবর গিটারের জাদুকর আইয়ুব বাচ্চুর ২য় মৃত্যুবার্ষিকী। দীর্ঘ চারদশক ধরে বাংলা গানের শ্রোতাদের যিনি সুরের মুর্ছনায় আবিষ্ট করে রেখেছিলেন।  

মৃত্যুর আগ পর্য্ন্ত এই ব্যান্ড লিজেন্ড সংগীতের পৃষ্টপোষকতায় কাজ করেছেন, আন্দোলন করেছেন শিল্পীদের মেধাসত্ত্ব অধিকার নিয়েও। আইয়ুব বাচ্চুর দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে সুখবর দিলেন বাংলাদেশ কপিরাইট অফিস।

আইয়ুব বাচ্চুই প্রথম বাংলাদেশী শিল্পী যার গান সংরক্ষণ করছে সরকার।

সুখের এ পৃথিবী ছেড়ে ২০১৮ সালের এই দিনেই অগণিত ভক্তকে কাঁদিয়ে না- ফেরার দেশে চলে যান বাংলাদেশের কিংবদন্তি সুরস্রষ্টা আইয়ুব বাচ্চু। কখনো নিজের চিরচেনা গায়কীতে আবার কখনো গিটারের ছয তারে মুগ্ধ করেছেন দর্শকশ্রোতাদের।

অভিমানি আইয়ুব বাচ্চু মৃত্যুর আগে পাইরেসি বন্ধ না হওয়ায় ছেড়ে দিতে চেয়েছিলেন গান।

আইয়ুব বাচ্চুর সেই কথা অনেকের মনকে নাড়া দিয়েছিল।   তবে এতোদিন মেধাস্বত্বের কপিরাইট প্রতিষ্ঠিত না হলেও ব্যান্ড লিজেন্ডের মৃত্যুবার্ষিকীতে এলো সুখবর। সরকারিভাবেই সংরক্ষিত হচ্ছে তার গান।


আরও পড়ুন: এক লাখ রোহিঙ্গার জন্য প্রস্তুত ভাসানচর, থাকছে সব সুযোগ-সুবিধা


দেরীতে হলেও সরকারের এই উদ্যেগকে স্বাগত জানিয়েছেন তাদের কাছের মানুষরা। আইয়ুব বাচ্চুর মতো ভবিষ্যতে অন্যান্য কিংবদন্তিদের গান সংরক্ষণের পরিকল্পনা করছে সরকার।

news24bd.tv আহমেদ

সম্পর্কিত খবর