রিট খারিজ, ওয়াসার এমডির পদে থাকতে বাধা নেই তাকসিমের

রিট খারিজ, ওয়াসার এমডির পদে থাকতে বাধা নেই তাকসিমের

নিজস্ব প্রতিবেদক

ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী তাকসিম এ খানের নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এতে পদে থাকতে বাধা নেই তার।

চলতি মাসের এক তারিখে ষষ্ঠবারের মতো ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পান বর্তমান এমডি প্রকৌশলী তাকসিম এ খান। ১ অক্টোবর ওয়াসা চেয়ারম্যানকে পাঠানো স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ সাঈদ-উর-রহমান সই করা এক পত্রে তাকে তার চলতি মেয়াদ শেষ হওয়ার পর থেকে পরবর্তী তিন বছরের জন্য নিয়োগ দেওয়া হয়।

 

ঢাকা ওয়াসা এমডির চিঠিতে বলা হয়, ‘পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ আইন ১৯৯৬-এর ২৮(২) ধারা মোতাবেক প্রকৌশলী তাকসিম এ খানকে তার বর্তমান চাকরির মেয়াদ পূর্ণ হওয়ার পর অর্থাৎ ১৪ অক্টোবর হতে তিন বছরের জন্য ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ/পুনঃনিয়োগের জন্য সরকারের অনুমোদন নির্দেশক্রমে জ্ঞাপন করা হলো। ’

news24bd.tv নাজিম