নাটোরের উত্তরা গণভবন ও রাজবাড়ি খুলে দেওয়ার দাবি (ভিডিও)

নাসিম উদ্দীন নাসিম, নাটোর

ইতিহাস, ঐতিহ্য ও গৌরবের নির্দশন নাটোরের উত্তরা গণভবন ও রাজবাড়ি খুলে দেওয়ার দাবি জানিয়েছেন পর্যটকরা। করোনা মহামারীর পর থেতে পর্যটন কেন্দ্রগুলো বন্ধ রয়েছে।  

স্বাস্থ্যবিধি মেনে দুটি পর্যটন স্পটই খুলে দেওয়ার বিষয়টি বিবেচনা করছে জেলা প্রশাসন।  বৈচিত্রময় প্রাকৃতিক জলাভূমি চলনবিল, প্রধানমন্ত্রীর দ্বিতীয় বাসভবন উত্তরা গণভবন এবং রানী ভবানীর স্মৃতি বিজরিত নাটোর রাজবাড়ি দেশের উত্তরাঞ্চলীয় জেলাটির ঐতিহ্য।


আরও পড়ুন: এক লাখ রোহিঙ্গার জন্য প্রস্তুত ভাসানচর, থাকছে সব সুযোগ-সুবিধা (ভিডিও)


দেশে করোনা সংক্রমণের শুরু থেকেই বন্ধ রয়েছে নাটোর রাজবাড়ি ও উত্তরা গণভবন। দেশের অন্যান্য পর্যটন কেন্দ্রের মতো নাটোরের এসব স্থাপনা খুলে দেওয়ার দাবি জানিয়েছে পর্যটক ও সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

স্থাপত্যের অনিন্দ্য নিদর্শন দুটি জনসাধারণের জন্য খুলে দেওয়ার বিষয়টি বিবেচনা করছে জেলা প্রশাসন। করোনা পরিস্থিতে বন্ধ থাকায় এখানকার পরিবেশ-প্রকৃতিতে ইতিবাচক পরিবর্তন এসেছে।

শুধু রাজস্ব আদায় নয় দায়িত্বশীল পর্যটনের মাধ্যমে এ পরিবর্তন ধরে রাখতে চায় স্থানীয় প্রশাসন।

স্বাস্থ্যবিধি মেনে দেশের ঐতিহ্য ও গৌরবের নির্দশন নাটোরের উত্তরা গণভবন ও রাজবাড়ি খুলে দেওয়া হবে আশা পর্যটকদেরও।

news24bd.tv নাজিম