নুরের দল গঠন: ছাগল দিয়ে কি হাল চাষ হয়?

নুরের দল গঠন: ছাগল দিয়ে কি হাল চাষ হয়?

মহিউদ্দিন খান মোহন

ডাকসুর সাবেক ভিপি নূর নাকি দল করবে। সেজন্য পাবলিকের কাছে নাকি চাঁদাও চেয়েছে! ছেলেবেলায় একটা গান শুনেছিলাম- “তেউল্লাচোরা পাখি হইয়া আকাশটারে ছুঁইতে চায়/ পাগলা রে তুই কইস না কথা, মাথাটা মোর ধইরা যায়...। ” (তেউল্লাচোরা মানে তেলাপোকা)

সবচেয়ে অবাক লাগে নূরকে নিয়ে অনেকে আবার আশার নূর দেখতে শুরু করেছে। আবার অনেকে ‘নূর একটা কিছু করবে’- এই আশায় চাতকপাখির মতো বারিবর্ষণের অপেক্ষায় আকাশের দিকে তাকিয়ে আছে।

বাংলাদেশের রাজনীতির সমুদ্রে নূর তিমি নয়, হাঙ্গর নয়, ডলফিন নয়। বড়জোর লইট্টামাছ। তো এই লইট্টামাছ নিয়ে এত লাফালাফি কেন? একে সহজেই জালে তোলা যায়, অল্প রোদেই শুঁটকি বানানো সম্ভব। তাহলে!


আরও পড়ুন: হাইকোর্টে আগাম জামিন চেয়েছেন নিক্সন


নূরকে ধন্যবাদ, চাঁদাবাজিকে রাজনৈতিক বৈধতা দেয়ার চেষ্টা করেছে।

যারা নূরকে নিয়ে অতিমাত্রায় আশাবাদী, তাদেরকে বলছি, ভিক্ষার চাল দিয়ে যেমন জেয়াফৎ হয় না, তেমনি ছাগল দিয়েও হালচাষ হয় না।

লেখক: সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক

news24bd.tv আহমেদ

সম্পর্কিত খবর