রাজশাহীতে নিত্যনতুন কৌশলে চলছে মাদকসেবন, বেচা-বিক্রি

কাজী শাহেদ, রাজশাহী

করোনাকালেও থেমে নেই মাদক। রাজশাহীতে নিত্যনতুন কৌশলে চলছে মাদক সেবন, বেচা-বিক্রি। মামলা আর গ্রেফতারের সংখ্যা বাড়লেও থেমে নেই মাদকের আগ্রাসন।  

প্রশাসন বলছে, এক্ষেত্রে আইন প্রয়োগই যথেষ্ট নয়, মাদক রোধে জনসচেতনতা গড়ে তুলতে হবে।

বিশ্লেষকরা বলছেন, সরকারি-বেসরকারি পর্যায়ে সচেতনতা সৃষ্টির চেষ্টা চলছে।  

হাড়ভাঙা খাটুনি, তাতে সামান্য আয়। দিনশেষে যার সবটুকুই ব্যয় হয় হেরোইন, ইয়াবায়। শুধু এসব ঝুঁকিপূর্ণ প্রান্তিক মানুষ নয়, বিভিন্ন বয়সী নানা শ্রেণী পেশার মানুষের মাদক সেবনের দৃশ্যের দেখা মেলে রাজশাহী নগরীতে।

 

মাদকাসক্ত নিরাময় কেন্দ্র ও স্থানীয় জনপ্রতিনিধি জানেন, করোনাকালেও কমেনি মাদকের ব্যবহার।


আরও পড়ুন: নাটোরের উত্তরা গণভবন ও রাজবাড়ি খুলে দেওয়ার দাবি (ভিডিও)


রাজশাহী বিভাগের আট জেলার পুলিশ, র‌্যাব, বিজিবি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ও টাস্কফোর্সের মাদক বিরোধী অভিযানের তথ্য মতে, গত মাসে বিভাগে মাদকের মামলা হয়েছে ২ হাজার। উদ্ধার হয়েছে প্রায় সাড়ে ১৭ কোটি টাকার মাদকদ্রব্য। গ্রেফতার হয়েছে প্রায় ২ হাজার ২০০ জন।

আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী বলছে, শুধু প্রশাসনিক তৎপরতা নয়, মাদকের আগ্রাসন রুখতে প্রয়োজন সামাজিক সচেতনতা।

মাদকাসক্তদের নিয়ে কাজ করছে বেসরকারি উন্নয়ন সংস্থা লাইট হাউস। এই কর্মকর্তার মতে, আরো সচেতনতা বাড়াতে দাতা সংস্থাগুলোকে এগিয়ে আসতে হবে। মাদকের ভয়াল থাবা রুখতে অভিযানের পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে করা হচ্ছে সভা-সেমিনার।

news24bd.tv নাজিম