অবশেষে মক্কার মসজিদুল হারামে নামাজ আদায়ের অনুমতি দিল সৌদি

ফাইল ছবি

অবশেষে মক্কার মসজিদুল হারামে নামাজ আদায়ের অনুমতি দিল সৌদি

অনলাইন ডেস্ক

সৌদি কর্তৃপক্ষ অবশেষে মক্কার মসজিদুল হারামে নামাজ আদায়ের অনুমতি দিয়েছে। আজ রোববার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে এ ঘোষণা দেওয়া হয়।  

বলা হয়েছে, সৌদি আরবের নাগরিক ও দেশটিতে বসবাসরত ব্যক্তিরা এখন থেকে ইসলামের পবিত্রতম এই মসজিদে নামাজ আদায় করতে পারবেন। খবর রয়টার্সের।

আরও পড়ুন: 


নতুন সংগঠনের নামে গণচাঁদা চাইলেন নুর-রাশেদরা


উল্লেখ্য, মহামারী করোনা ভাইরাস পরিস্থিতির কারণে এতোদিন সেখানে মুসল্লিদের জন্য নামাজ আদায়ের অনুমতি ছিলো না। এর আগে সাত মাস পর অক্টোবরের গোড়ার দিকে স্থানীয় বাসিন্দাদের উমরাহ পালনের অনুমতি দেয় সৌদি আরব।  

এদিকে, সৌদি আরবে আজ রোববার পর্যন্ত ৩ লাখ ৪১ হাজার ৮৫৪ জনের মধ্যে করোনা সংক্রমণ ধরা পড়েছে, মৃত্যু হয়েছে ৫ হাজার ১৬৫ জনের।

news24bd.tv কামরুল