গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় শ্রমিক নিহত

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় শ্রমিক নিহত

নিজস্ব প্রতিবেদক

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ওসিকুর রহমান (৩০) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন চারজন। তাদের গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

রোববার (১৮ অক্টোবর) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ শহরতলীর চেচানিয়া কান্দিতে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত ওসিকুর জেলার টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী মধ্যপাড়া গ্রামের মঞ্জুর রহমানের ছেলে।

টুঙ্গিপাড়া থানার ওসি এ এফ এম নাসিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


আরও পড়ুন: মাদারীপুরে দু’গ্রুপের সংঘর্ষে পুলিশসহ আহত ৩৮, আটক ৯


তিনি জানান, টুঙ্গিপাড়া থেকে বেশ কয়েকজন শ্রমিক প্রতিদিনের ন্যায় আজও থ্রি হুইলারে করে কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া সড়কে শ্রমিকের কাজে যাচ্ছিলেন। পথিমথ্যে ঘটনাস্থলে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানকে সাইড দিতে গিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে সজোরে ধাক্কা দেয়।

 

এতে থ্রি হুইলারের চালকসহ ৫ জন আহত হয়। আহতদের স্থানীয়রা উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ওসিকুরকে মৃত ঘোষণা করেন। অপর আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে । পরে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

news24bd.tv নাজিম