কেন ৯০ ভাগ মানুষ ভোট দেন না, জানালেন বিশেষজ্ঞরা

হাসান পারভেজ

অব্যাহত রয়েছে ভোটের প্রতি ভোটারদের অনীহা। ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনেও মিলেছে সে চিত্র। নির্বাচন বিশেষজ্ঞরা বলছেন, মানুষ নির্বাচন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। এত কম ভোট পড়ার হার হতাশা ও দুঃখজনক বলছেন তারা।

তাদের মতে, নির্বাচন ও নির্বাচন কমিশনের ওপর আস্থাহীনতার কারণে ভোটাররা ভোটদানে বিরত থেকেছেন।

২০১৮-এর জাতীয় নির্বাচনের পর থেকে প্রায় সব নির্বাচন-উপ নির্বাচনে ভোটারদের উপস্থিতি নগণ্য। ঢাকা ৫ ও নওগাঁ ৬ আসনে উপনির্বাচনে ভোটের চিত্র ছিল প্রায় একই রকম। প্রায় ভোটার শূণ্য ছিল ঢাকা ৫ আসনের উপ নির্বাচন।

সেই তুলনায় নওগায় ভোটের উপস্থিতি ছিল কিছুটা বেশি।

অথচ দুই আসনেই দুই প্রধান প্রতিদ্বন্দ্বী দল আওয়ামী লীগ ও বিএনপি অংশগ্রহণ করেছে। দুই আসনের উপনির্বাচনে মোট ১২ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী অংশগ্রহণ করলেও এত কম ভোট পরার হারকে দুঃখজনক বলছেন নির্বাচন বিশেষজ্ঞরা। এর জন্য নির্বাচন কমিশনকে দায়ী করছেন তারা।

আরও পড়ুন: খাটের নীচ থেকে বেড়িয়ে গৃহবধূকে মুখ চেপে ধর্ষণ

বিশেষজ্ঞরা বলছেন, নির্বাচনের ওপর মানুষের আস্থা ফিরিয়ে আনতে না পারলে ভোট পরার হার বাড়বে না। একইসঙ্গে নতুন করে নির্বাচন ব্যবস্থাকে সাজাতে নির্বাচন কমিশনকেই মূল ভূমিকা পালন করতে হবে।

ভোটের ওপর আস্থা বাড়াতে রাজনৈতিকদলগুলোকে কাজ করতে হবে বলে জানান নির্বাচন বিশেষজ্ঞরা।

news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর