গণ  অনুদান চেয়েছি:  নুর

গণ অনুদান চেয়েছি: নুর

নিজস্ব প্রতিবেদক

সংগঠন করতে গণ অনুদান চেয়েছেন বলে জানিয়েছেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। রোববার রাতে ফেইসবুক লাইভে তিনি এই তথ্য জানান।

ভিপি নুর চাঁদাবাজি করে না কী করে তা জনগণ বিচার করবে বলে জানান তিনি।

অপপ্রচারে পাত্তা না দেওয়ার আহ্বান জানান তিনি।

তার সংগঠনের নীতি সংগঠনের নেতাকর্মীরা ঠিক করবে বলেও জানান তিনি।

তিনি বলেন, ’আমার সংগঠন জনগণের জন্য কাজ করছে, জনগণের কাছে সংগঠন চালানোর জন্য অনুদান চাইছে।

তিনি বলেন, সাতটি ফোন নম্বর দেওয়া হয়েছে, এক নম্বরে সহযোগিতা করলে আরও দুজনকে জানাবেন ’।

আরও পড়ুন: পথচারীকে বাঁচাতে গিয়ে তারা লাশ

তিনি বলেন, চ্যানেলগুলো হলুদ সাংবাদিকতা করে গ্রহণযোগ্যতা  হারিয়েছে।

চ্যানেলে তার অডিও ফাঁস হয়েছিলো উল্লেখ করে নুর বলেন, তার কোনো দুর্নীতি থাকলে দুদক খুঁজে পেতো।

নানা কারণে সরকার চাপে থাকলে তার বিরুদ্ধে অপপ্রচার করিয়ে মানুষের মনযোগ ভিন্নখাতে নিয়ে যায়।

তিনি মনে করেন, এখন দেশে গণতান্ত্রিক আন্দোলন গড়তে না পারলে দেশ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে। জাতীয় নেতাদের তিনি যুগপৎ আন্দোলনের তাগিদ দিয়েছেন।

আরও পড়ুন: কেন ৯০ ভাগ মানুষ ভোট দেন না, জানালেন বিশেষজ্ঞরা

তিনি অভিযোগ করেন, তথাকথিত মূল ধারার গণমাধ্যম তাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তার লাইভ ১৭ হাজার মানুষ দেখছে উল্লেখ করে নুর বলেন, কোনো চ্যানেল একযোগে ১৭ হাজার দর্শক দেখে কী না তা নিয়ে তার সন্দেহ আছে। তাদের বর্জনের জন্য একত্তর টিভির গ্রহণযোগ্যা কমেছে।

তাদের বিজ্ঞাপন কমে গেছে উল্লেখ করে নুর বলেন, এটা অন্য চ্যানেলগুলো জন্য একটা উদাহরণ।

news24bd.tv তৌহিদ

এই রকম আরও টপিক

সম্পর্কিত খবর