খুলল রহস্যময় মাচুপিচু, কিন্তু কেন?

খুলল রহস্যময় মাচুপিচু, কিন্তু কেন?

অনলাইন ডেস্ক

রহস্যময় মাচুপিচু। সারাবিশ্বের পর্যটকদের কাছে বরাবরই আকর্ষণের কেন্দ্রবিন্দু ইনকা সভ্যতার নিদর্শন এই মাচুপিচু। কিন্তু করোনা মহামারীর কারণে পেরুর সেই রহস্যময় পর্যটনস্থলে জারি হয়েছিল নিষেধাজ্ঞা।  

শুধুমাত্র একজন জাপানি পর্যটক জেসি তাকায়ামার জন্যে মাচুপিচুর দরজা খুলে দেওয়া হল।

টানা সাত মাস ধৈর্য ধরার পর তাঁকে মাচুপিচু যাওয়ার অনুমতি দিল পেরু প্রশাসন।

news24bd.tv

কিন্তু প্রশ্ন উঠতেই পারে শুধুমাত্র তাঁকেই কেন অনুমতি দেওয়া হল? জানা গেছে, ঐতিহ্যবাহী মাচুপিচু ভ্রমণের জন্য গত মার্চ মাস আগে পেরুতে এসেছিলেন জাপানি পর্যটক জেসি তাকায়ামা।

news24bd.tv

করোনাভাইরাসের কারণে তখন থেকেই বন্ধ করে দেওয়া হয় মাচুপিচু। অবশেষে শুধু ওই জাপানি পর্যটকের জন্যই সাত মাস পর মাচুপিচু খুলে দিল পেরু।

পেরুর সংস্কৃতিমন্ত্রী আলেজান্দ্রো নেইরা বলেছেন, বিশেষ অনুরোধের কারণেই জেসি তাকায়ামাকে সেখানে যাওয়ার অনুমতি দেওয়া হয়।

news24bd.tv


আরও পড়ুন: সত্যিই কি ওসামা বিন লাদেনকে হত্যা করা হয়েছে, সংশয় ট্রাম্পের


পেরুতে পর্যটকদের শীর্ষ আকর্ষণের নাম মাচুপিচু। তবে, আপাতত একজনের জন্যে হলেও আগামী মাসে নিয়ম করে বাকি পর্যটকদের জন্যও মাচুপিচু খুলে দেওয়া হবে বলে আশা করছেন অনেকে। তবে এখনও পর্যন্ত সরকারের তরফে নির্দিষ্ট কোনও তারিখ জানানো হয়নি।

news24bd.tv আহমেদ