ভিয়েতনামে ভূমিধসে ১৪ সেনা নিহত, নিখোঁজ ৮

অনলাইন ডেস্ক

ভিয়েতনামের মধ্যাঞ্চলীয় কোয়াং ত্রি প্রদেশের এক সেনা ঘাঁটিতে ভূমিধসের ঘটনায় অন্তত ১৪ সেনা সদস্য নিহত হয়েছে। এছাড়া এখনো নিখোঁজ রয়েছে আরো আট সেনা সদস্য।  

নিজেদের ওয়েবসাইটে দেয়া এক বিবৃতিতে ভিয়েতনাম সরকার জানায়, গতকাল স্থানীয় সময় সকালে কোয়াং ত্রি প্রদেশের চতুর্থ সামরিক অঞ্চলের একটি ইউনিটের ব্যারাক ভূমিধসের কবলে পড়ে। এতে হতাহতের ঘটনা ঘটে।

  নিখোঁজদের উদ্ধারে এখনও অভিযান চলছে।  


আরও পড়ুন: ইরানের সঙ্গে অস্ত্র ব্যবসা করলে নিষেধাজ্ঞা দেয়া হবে: পম্পেও


অক্টোবরের শুরু থেকে ভারী বৃষ্টিতে কারণে ভিয়েতনামের মধ্যাঞ্চলে কয়েক বছরের মধ্যে ভয়াবহ বন্যা শুরু হয়েছে। প্রাণ হারিয়েছেন আশি জনের বেশি। আগামী কয়েকদিন ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেয়া হয়েছে।

 

কয়েকদিন আগে কোয়াং ত্রির পার্শ্ববর্তী থো থিন হোয়ে প্রদেশে আরেকটি ভূমিধসের ঘটনায় ১৩ জন নিহতের ঘটনার পর এ দুর্ঘটনা ঘটল।  

news24bd.tv নাজিম