খুলনায় পাটকল শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ার সেল নিক্ষেপ

খুলনায় পাটকল শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ার সেল নিক্ষেপ

আহত ১২
শেখ আহসানুল করিম, বাগেরহাট

খুলনায় রাষ্ট্রায়ত্ত পাটকল চালুর দাবিতে অবরোধ কর্মসূচিকে ঘিরে শ্রমিক ও পুলিশের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে কমপক্ষে নয়জন শ্রমিক ও তিনজন পুলিশ সদস্য আহত হয়েছে। এদের মধ্যে একজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

পুলিশ ঘটনাস্থল থেকে চারজনকে আটক করেছে।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে খুলনা-যশোর মহাসড়কে ইস্টার্ন গেট এলাকায় এ ঘটনা ঘটে।

পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদ অবরোধ কর্মসূচির ডাক দেয়।

সংগঠনের আহ্বায়ক অ্যাডভোকেট কুদরত-ই-খুদা বলেন, শ্রমিকরা শান্তিপূর্ণ অবরোধ শুরু করে। কিন্তু পুলিশ ওই স্থান থেকে শ্রমিকদের সরিয়ে দিতে গেলে উত্তেজনা সৃষ্টি হয়।

এক পর্যায়ে পুলিশের লাঠিচার্জ ও টিয়ারগ্যাস নিক্ষেপে কয়েকজন শ্রমিক আহত হয়।

আহত শ্রমিকরা হলেন- নাজমা খাতুন, খাদিজা বেগম, হাফিজা বেগম, সুমি রায়, শেফালী বালা, সুচিত্রা বিশ্বাস, সাফিয়া।

জানা যায়, সংঘর্ষ চলাকালে ২ রাউন্ড শর্টগান ও ৭ রাউন্ড টিয়ারসেল নিক্ষেপ করা হয়েছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) এডিসি (উত্তর) সোনালী সেন বলেন, শ্রমিকরা পুলিশের ওপর ইট পাটকেল নিক্ষেপ করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তৎপর হয়।

news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর