স্বেচ্ছাসেবক লীগ নেতা হত্যা: ইউপি চেয়ারম্যানসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা

স্বেচ্ছাসেবক লীগ নেতা হত্যা: ইউপি চেয়ারম্যানসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা

সৈয়দ নোমান, ময়মনসিংহ

ময়মনসিংহের গৌরীপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতা শুভ্র হত্যাকান্ডে পৌর মেয়র, ইউপি চেয়ারম্যানসহ ১৪ জনের নামে মামলা দায়ের করা হয়েছে। গৌরীপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ইউপি চেয়ারম্যান রিয়াদুজ্জামান রিয়াদকে প্রধান আসামি করে ১৪ জনের বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়।

সোমবার রাত ১০ টায় নিহত শুভ্রর ছোট ভাই আবিদুর রহমান প্রান্ত বাদী হয়ে এই হত্যা মামলা দায়ের করেন। এছাড়াও পৌর আওয়ামী লীগ সভাপতি ও পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলামসহ অজ্ঞাত আরও ৫/৬ জনকে মামলায় আসামি করা হয়েছে।

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন নিউজ টোয়েন্টিফোরকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি আরও জানান, সন্দেহভাজন হিসেবে আটক ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা রিয়াদসহ যে চারজনকে আটক করা হয়েছিল তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত অন্যরা হলেন, গৌরীপুরের কাউরাট গ্রামের জাহাঙ্গীর আলম, রাসেল ও মজিবুর।


আরও পড়ুন: বাহরাইনে সড়ক দুর্ঘটনায় ৪ প্রবাসী নিহত


গত শনিবার রাতে পৌর এলাকার মধ্যবাজারের চায়ের দোকানে সহযোগীদের নিয়ে চা খাওয়ার সময় মাসুদুর রহমান শুভ্রর ওপর অটোরিকশা করে আসা আট থেকে দশজন সন্ত্রাসী হামলা চালায়।

শুভ্রকে এলোপাতাড়ি কুপিয়ে পালায় তারা। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

news24bd.tv আহমেদ