এবারের পূজায় উৎসব না করার আহ্বান ডা: সামন্তলাল সেনের (ভিডিও)

অন্তরা বিশ্বাস

করোনার কারণে উৎসব নয় এবার কেবলমাত্র পূজা অর্চনা করার আহবান জানিয়েছেন ডা: সামন্তলাল সেন। বয়স্কদের মণ্ডপে না নেয়ার পরামর্শ তার। এছাড়াও সম্ভব হলে ভার্চুয়াল মাধ্যমে অঞ্জলী দেয়ার কথাও জানান তিনি। এছাড়াও গণমাধ্যমগুলোকে এবিষয়ে এগিয়ে আসার আহবান জানান এই চিকিৎসক।

news24bd.tv

২২ অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে দূর্গোৎসব। বাঙালী হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই উৎসব চলবে ২৬ অক্টোবর পর্যন্ত। করোনার দ্বিতীয় ঢেউ এ সংক্রমণ ঠেকাতে এবছর পূজায় ভীড় এড়ানোর আহবান জানিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ। এদিকে কোলকাতা হাইকোর্টের রায়েও পূজা মণ্ডপের প্যান্ডেলে দর্শনার্থীদের প্রবেশ নিষেধ।

একই সুরে কথা বললেন, বাংলাদেশের স্বনামধন্য চিকিৎসক শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউট প্রধান সমন্বয়ক সামন্তলাল সেন।


আরও পড়ুন: রোহিঙ্গাদের ভাসানচরে নিতে প্রস্তুত নৌবাহিনীর জাহাজ


করোনা মোকাবেলায় এবার ভক্ত ও পুরোহিতদের মাস্ক পরে মন্ডপে প্রবেশ করার পরামর্শ দিয়েছেন ডা. সামন্ত লাল সেন। তিন ফুট সামাজিক দূরত্ব বজায় রাখার ব্যাপারে সতর্ক করেছেন। সম্ভব হলে ভার্চুয়াল মাধ্যমে প্রার্থনা ও অঞ্জলী প্রদান করতে হবে বলেও জানান তিনি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা শীতে করোনার ২য় ঢেউ আসার আশঙ্কা করছে। একই আশঙ্কা বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়েরও। তাই বিজয়া দশমীতে এবার শোভাযাত্রা ছাড়াই হবে দেবী দূর্গার বিসর্জন।

news24bd.tv আহমেদ